শিবলী আহম্মেদ সুজন
তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরতে ’ইমপ্রেসিভ বাংলাদেশ’ নামে ডকুমেন্টরি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন সাংবাদিক জুলহাস কবীর । অনুষ্ঠানটির উপস্থাপনা , গবেষনা ও পরিচালনা করেছেন তিনি নিজেই ।
এরি মধ্যে ধারাবাহিক অনুষ্ঠানটির ১৫ টি পর্ব প্রচারিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর এ । গত বছর ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ এর নির্মাণ কাজ নিয়ে তৈরি করা হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব ।যেখানে প্রকল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ কাজের চিত্র গুলো তুলে ধরা হয়েছে ।এই অনুষ্টানটির মাধ্যমে দর্শকরা নতুন টার্মিনাল সম্পর্কে পুরোপুরি ধরণা পেয়েছেন ।
এর পরে একে একে মেট্রোরেল ,কক্সবাজার রেল প্রকল্প , সমুদ্রের বুকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে প্রকল্পের গল্প ,হাজারী গুড়ের ইতিহাস ঐতিহ্যসহ দেশে বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে অনুষ্ঠানটির বাকি পর্ব গুলো নির্মাণ করা হয় । প্রতিটি পর্বই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।
আগামীতে দেশের অবকাঠামো উন্নয়নে নেয়া প্রকল্পের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ভিন্ন ভাবে তুলে ধরতে চান জুলহাস কবীর।এ ছাড়া দেশের ইতিহাস ,ঐতিহ্য, সংস্কৃতি সহ নানা বিষয়ে আগামীর পর্বগুলো নির্মাণ করার ইচ্ছে আছে তার।
ইমপ্রেসিভ বাংলাদেশের প্রতিটি পর্বের মাধ্যমে বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ হবে বলেও মনে করেন জুলহাস কবীর । এ জন্য ইমপ্রেসিভ বাংলাদেশ টিম দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
জুলহাস কবীর ২০১০ সাল থেকে একুশে টেলিভিশনের রিপোর্টার ও ২০১৪ সাল থেকে আরটিভিতে সিনিয়র রিপোটার হিসেবে কাজ করছেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি এই অনুষ্ঠানটি নিয়মিত তৈরি করতে চান।এ ছাড়া নিজের উপস্থাপনা ও পরিচালনায় টেলিভিশনের জন্য ভ্রমণ বিষয়ক আরেকটি ট্রাভেলিং শো তৈরির কাজ করছেন তিনি । খুব শীঘ্রই সেটা প্রতি শনিবার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরে বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে ইমপ্রেসিভ বাংলাদেশ।
Leave a Reply