সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৪৬) চীন যেভাবে মেক্সিকোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য প্রবেশ করাচ্ছে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে খেলোয়াড় প্রতি  $১০০,০০০ পুরস্কার ঘোষণা পিসিবি প্রধানের পাকিস্তান ও চায়না সিপিইসি প্রকল্পে সহযোগিতা বাড়াতে অঙ্গীকার করেছে ফের লন্ডনের মেয়র হলেন সাদিক খান – এই নিয়ে টানা তৃতীয়বার ঢাকাসহ বেশ কিছু জায়গায় কালবৈশাখী আঘাত হানতে পারে সবজির বাজারে ‘পঞ্চায়েত সিজন-৩’ এর প্রচার চালাচ্ছে নির্মাতারা কিউবার জন্য একটি অসম্ভাব্য সুযোগ গাজীপুরে আগুনে তুলার গুদাম পুড়ে ছাই আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির

ঈদে বর্নিল সাজ

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪.৩২ পিএম

দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। আর এ খুশির আমেজ বিরাজ করছে বাংলার প্রতিটি ঘরে। খুশির রেশ ঘর থেকে শপিংমল পযন্ত ছড়িয়ে পড়েছে। এই ঈদে নতুন পোশাক কেনা ও একে অপরকে উপহার দেয়া অন্যতম রীতি। যে কারণে ঈদকে সামনে রেখে শপিংমলগুলো সেজেছে নিত্য নতুন পোশাকে। চারদিকে যেন সাজ সাজ রব। উৎসবের আকাশ যেন রঙিন হয়ে উঠেছে ঈদকে কেন্দ্র করে। বিভিন্ন ফ্যাশন হাউসগুলো শোরুম ছাড়াও অনলাইনে তাদের পন্য বিক্রিতে মশগুল। সাড়াও মিলছে দারুণ। তেমনি বেশ কিছু জনপ্রিয় হাউসের খোজ খবর দিয়েছেন – তৌফিক অপু

 

এবারের ঈদে কে ক্র্যাফট এর পাঞ্জাবি

যেহেতু এবারের ঈদ গ্রীষ্ম কেন্দ্রিক তাই আরামদায়ক পোশাকই থাকবে ফ্যাশনে। সব বয়সী পুরুষদের ঈদ পোশাক নির্বাচনে প্রথমেই থাকে পাঞ্জাবি। ঈদের সকালে নামাজ থেকে শুরু করে সারাদিনের ঘোরাঘুরি-আড্ডা এবং রাতে ঈদের পার্টিতে পাঞ্জাবির কোনো বিকল্পই হয় না। ঈদ পোশাক হিসেবে পাঞ্জাবির আবেদন একটুও কমেনি, বরং রয়েছে এর আলাদা কদর।

ক্রেতাদের চাহিদা এবং পরিবেশ, আবহাওয়া ও আরামের বিষয়টি মাথায় রেখেই ফ্যাব্রিক নির্বাচন করা হয়েছে। এই তালিকায় রয়েছে ফ্লোরাল, স্ট্রাইপ, সেভরন বা জিওমেট্রিক প্যাটার্নে উইভিং ডিজাইনের জ্যাকার্ড কটন, কটন, টু-টোন, নীব কটন, ভিসকজ, লিনেন ইত্যাদি।

চলতি ধারার পাশাপাশি অনেকে ঐতিহ্য এবং আধুনিকতাকে একসঙ্গে ধারন করতে চান। তাদের জন্য কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পাঞ্জাবির কলার প্লেটে বিশেষ ভাবে এমব্রয়ডারি, বীড এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্টের কাজ করা হয়েছে। ইয়ক বা বুকে এবং হাতাতে অল্প কাজ করা হয়েছে। প্লেইন ফ্যাব্রিকের ক্ষেত্রে খুব হালকা প্রিন্ট, এমব্রয়ডারি এবং কারচুপির কাজে জরির সুতার সাথে ম্যাচ করা বাটন এর ব্যবহার হয়েছে।  কাট বেইজ&ড পুরো পাঞ্জাবি জুড়ে প্রিন্টের ব্যবহার সাথে মেটাল বাটনেও করা হয়েছে পাঞ্জাবি যা আজকাল তরুন প্রজন্মের কাছেও পছন্দের। এছাড়াও থাকছে এক রঙা পাঞ্জাবিও। বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই আলাদা আলাদাভাবে একই মোটিফ এবং রঙ ম্যাচ করে পরতে পারবেন।

মুঘল, আলাম ট্রাইবাল, ইজিপশিয়ান অর্নামেন্টস, জিওমেট্রিক, ট্রাইবাল, ট্র্যাডিশনাল, ওরিয়েন্টাল,  কাশ্মিরি, মিক্সড, ফ্লোরাল, আর্ট, এথনিক সহ নানা মোটিফের নকশা করতে মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্ট, কারচুপির কাজ। রঙের ক্ষেত্রে প্যাস্টেল শেড ছাড়া অন্যান্য হালকা রঙ যেমন আছে, তেমনি আছে  কফি, নেভী ব্লy, এনটিক ব্লy, মিড নাইট ব্লy, এশ, ব্রিক রেড, ক্রিমসন রেড, হোয়াইট, অফ-হোয়াইট, পীচ, স্যালমন রেড, রাস&বেরি, অ্যাকুয়া মেরিন, অ্যাকুয়া গ্রীন, মেরুন, ইয়েলো গোল্ড রঙের পাঞ্জাবিও।
পাঞ্জাবির মূল্য সীমাঃ  ১২০০-৪৫০০ টাকা।

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট

রমজান শেষে ঈদের আনন্দে যদি নতুন শার্ট না থাকে তাহলে ঈদের আনন্দটাই যেন নিরানন্দ হয়ে যায়। আর এক্ষেত্রে যদি ডিজাইন আর রঙে বৈচিত্র্য ও ভিন্নতা থাকে তাহলে ঈদের আনন্দটা হয়ে উঠে আরেকটু বর্ণিল। আনন্দপ্রিয় ও ফ্যাশন সচেতন তরুণদের ঈদকে আরো রঙিন করে তুলতে শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ইজি তাদের ঈদের সমাহারে মনকাড়া ডিজাইনের শার্টের সন্নিবেশ ঘটিয়েছে। বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাকে সব সময় নিজেদের ভিন্নতা তুলে ধরার লক্ষ্যে এবারের ঈদেও ইজি তাদের স্বকীয়তা বজায় রেখে  রং ছড়িয়েছে নতুন ও মনকাড়া ডিজাইনের শার্টে। ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে  আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড “ইজি” ফ্যাশন হাউসের  আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে  বরবারই একধাপ এগিয়ে ইজি।

সব ধরনের ক্রেতাদের  কথা মাথায় রেখেই  তাদের ঈদ  আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে  ইজি শোরুম গুলোতে  । এবারের বিশেষ আয়োজন  থাকছে নতুন  নতুন ডিজাইনের সব শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি- শার্ট, পলো -শার্ট, ফরমাল শার্ট,ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, , কটি,  কাবলি পাঞ্জাবি  প্যান্ট ইত্যাদি।

ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার  তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

সঙ্গে অনুষঙ্গ হিসেবে বেছে নিতে কালেকশনে থাকবে কাতান, সিল্ক এবং কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কেনা যাবে সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার  তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

ঢেউ’য়ের ওয়েস্টার্ণ সংগ্রহ

ঢেউ এর পুরুষদের জন্য রয়েছে ক্যাজুয়াল শার্ট, লং ও শোর্ট স্লিভ শার্ট, ডেনিম শার্ট, করড শার্ট, রেগুলার টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট, ডেনিম প্যান্ট।

নারীদের জন্য ‘ঢেউ’য়ের ঈদ সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, গাউন, ক্রপ টপস, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, ওভারসাইজড টি শার্ট, জাম্পস্যুট, স্কার্ট, ফরমাল শার্ট ইত্যাদি।

ফ্যাশনে ট্রেন্ডের মিশেলে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়ায় নতুন এবং আকর্ষণীয় পোশাকের কালেকশন রয়েছে ঢেউ’য়ে। নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। আর তরুণ-তরুণীদের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে থাকে ‘ঢেউ’। তরুণদের পছন্দের সামঞ্জ্যস্যপূর্ণ পশ্চিমা ধাচে প্রস্তুত করা হয়েছে ‘ঢেউ’র ঈদ উল ফিতর কালেকশন।

‘ঢেউ’য়ের এবারের ঈদ-উল-ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা লাইফস্টাইল’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে। কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেন ‘ঢেউ’য়ের সম্পূর্ণ ওয়েস্টার্ণ এই পোশাকগুলো। মাত্র ৬৯০ টাকা থেকে শুরু করে ৪৫৫০ টাকা পর্যন্ত দামে এই পোশাকগুলো কিনতে পারবেন ক্রেতারা।

ঈদে বালুচর এর পাঞ্জাবি

বালুচর ফ্যাশন হাউস ঈদের জন্য নিয়ে এনেছে নতুন নতুন ডিজাইনের নান্দনিক সব পাঞ্জাবি,  কুর্তা ও কটি । সুতি সহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ।বালুচর কাপড়ে হিসেবে রয়েছে সুতি,জাকুয়ার্ড,চিকেন কারী,রিমি কটন,শাহী সিল্ক,চিকুয়েন্স,ব্যাম সিল্ক,ভয়েল, অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব।

বালুচর ফ্যাশন হাউজের  সঞ্চালক  শাহিন চৌধুরী বলেন, এই ঈদে যেহেতু অনেক গরম থাকবে তাই ছেলেদের পাঞ্জাবি তে কটনের মধ্যেই হালকা কালার এর রঙ নির্বাচন করেছি,এর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সিম্পল কাজকে সর্বোচ্চ  গুরুত্ব দেয়া হয়েছে,এই ঈদে প্রিণ্টএঁর দাপট কিছুটা মলিন হবে,এক রংঙের কাপড়ে নতুনত্ব আসবে,থাকবে কাটিংআর পাটার্নএ ভেরিয়েশন,সেমি লং পাটার্ন তার জায়গা  ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবি তে ও থাকবে ডিজাইনএ নতুনত্ব কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম।

যোগাযোগ :
90-91 (নিচতলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-1000
81-82, 102/A (2য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-1000 আকুর-টাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল

আসন্ন ঈদে ট্রেন্ডজ্ এ পোষাকগুলোর সবক্ষেত্রে রয়েছে নতুনত্বের ছোঁয়া

ট্রেন্ডজ্ হচ্ছে তারুন্যের প্রতীক। সম্মানিত ক্রেতাদেরকে হালনাগাতের ফ্যাশন সম্বলিত পোষাকটি দেবার জন্য ট্রেন্ডজ্ প্রতিজ্ঞাবদ্ধ। ট্রেন্ডজ্ এ রয়েছে অভিজ্ঞ ফ্যাশন ডিজাইনার এবং রয়েছে আধুনিক ফ্যাশন সম্বলিত যন্ত্রপাতি। আগত ঈদের পোষাকগুলো তৈরী করার জন্য ডিজাইনার গন বিভিন্ন সময় আমাদের ক্রেতাদের সাথে আলাপ করে তাদের চাহিদাগুলো জানার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী আমাদের পোষাকগুলো তৈরী করা হয়। আসন্ন ঈদে ট্রেন্ডজ্ এ পাওয়া যাবে পুরুষ ও মহিলাদের জন্য পাঞ্জাবী, ফরমাল শার্ট, ক্যাজুয়েল শার্ট, টি-শার্ট, পলো শার্ট,  টুইল ও ডেনিম প্যান্ট মেয়েদের জন্য রয়েছে আকর্ষনীয় ফিউশন লেডিস টপস, ফতুয়া, লেডিস শার্ট, টি-শার্ট, এবং ফরমাল ও ডেনিম প্যান্ট,।

পুরুষদের ফরমাল শার্ট ও প্যান্টগুল্ করা হয়েছে অফিস এবং বিভিন্ন পার্টিতে যাওয়ার উপযোগী করে। ক্যাজুয়াল পোষাকগুলো করা হয়েছে অত্যন্ত ফ্যাশনেবল, টি-শার্ট গুলোতে রয়েছে আধুনিক প্রিন্ট , টুইল ও ডেনিম প্যান্টগুলোতে রয়েছে আকর্ষনীয়  ফিট ও ওয়াশ শেড। মহিলাদের পোষাকগুলো করার ক্ষেত্রে রং এর দিকটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। সাদা, লাল, মেরুন,  কালো, গোলাপী সহ বিভিন্ন রং এর পোষাক পাওয়া যাবে। সবগুলো পোষাক এ রয়েছে হাতের কারচুপি, মেশিন এমব্রয়ডারীর কাজ। ট্রেন্ডজ্ এ এবার পাওয়া যাবে ছেলেদের বাহারী রং এর এক্সক্লুসীভ ডিজাইনের পাঞ্জাবী। পাঞ্জাবী ডিজাইন করা হয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী। পাঞ্জাবী তৈরীতে কাপড়গুলো ব্যবহার করা হয়েছে উন্নত মানের হ্যান্ডলুম সিল্ক, কটন সিল্ক, কটন কাপড়। অন্যবারের থেকে এ ঈদে ট্রেন্ডজ্ এর পোষাকগুলো অনেকটা আলাদা। ফিট, ডিজাইন, কাপড়ের ধরন সবক্ষেত্রে রয়েছে নতুনত্বের ছোঁয়া। ট্রেন্ডজ্ এর পোষাক গুলোর মূল্য সব ধরনের ত্রেতাদের হাতের নাগালেই থাকবে।  সেই অভিজ্ঞতা ট্রেন্ডজ্ এ কাজে লাগানো হয়েছে। পোষাক তৈরীর প্রতিটি স্তরে অভিজ্ঞ কর্মকর্তাগন পোষাক এর মান, সেলাই এর ধরন সহ সব বিষয়ে সর্বোত্তক সচেতন থাকেন। এবং প্রোডাকশন হয়ে যাবার পর শো-রুমে যাবার পূর্বে ফাইনাল কোয়ালিটি পরীক্ষা করা হয়।  ট্রেন্ডজ্ এর উদ্দেশ্য সুনিপুন একটি পোষাক ত্রেতাদের দেওয়া।

শো-রুম :
বসুন্ধরা সিটিঃ – দোকান নং ১১৪-১১৫
লেভেল -২,ব্লক সি , বসুন্ধরা সিটি

লেখকঃ সাংবাদিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024