সারাক্ষণ ডেস্ক
২০১৯ সালে ভারতের সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাদ দিয়ে সেটাকে আর অন্য রাজ্যগুলোর সমান হিসেবে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করার পরে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ মোদি আগামী বৃহস্পতিবার প্রথম কাশ্মীরে যাচ্ছেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
বৃহস্পতিবার তিনি কাশ্মীরের শ্রীনগরে জনসভায় ভাষণ দেবেন বলেই সব ধরনের প্রস্তুতি সেখানে নেয়া হচ্ছে।
ভারতের আগামী সাধারণ নির্বাচন এপ্রিল বা মে মাসের যে কোন সময়ে হতে পারে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিপেজি’র মূল নেতা ও ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী সফর ইতোমধ্যে শুরু করেছেন। গত কাল তিনি ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে তিনটি জনসভা করেন।
Leave a Reply