সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মাধ্যমিকের শিক্ষকদের জন্য ফুলব্রাইট বৃত্তি: আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল

  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৮.২১ পিএম

সারাক্ষণ ডেস্ক

 

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (টিইএ) প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এ কার্যক্রমের অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে ছয় সপ্তাহের পূর্ণ অর্থায়িত পেশাগত উন্নয়ন কার্যক্রমের জন্য অনুদান পাবেন। আগামী ১৪ এপ্রিল আবেদনের শেষ সময়।

বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করছে দেশটি।

এটি বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম।

ফুলব্রাইট ডিএআই ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এই বৃত্তি পেলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশি শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম।

এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন।

অংশগ্রহণকারীরা তাদের হোস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনারে অংশ নেবে্। সেখানে বিশ্ববিদ্যালয়ের স্টাফ, ফ্যাকাল্টি মেম্বার এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলোচনা করবেন।

বর্তমান সমস্যাগুলি পরীক্ষা করার ওপর ফোকাস করবে, যেমন পাঠ্যক্রম, নির্দেশনা এবং শিক্ষা, মূল্যায়ন, নির্দেশমূলক প্রযুক্তি, ছাত্র-কেন্দ্রিক শিক্ষা এবং শিক্ষক নেতৃত্ব সম্পর্কে ধারণা আদান প্রদান করবে।

কার্যক্রমের মধ্যে রয়েছে অংশগ্রহণকারীদের নিজ দেশের পরিবেশে কোর্সের কাজ, শিক্ষাদানের পদ্ধতি, পাঠ পরিকল্পনা, শিক্ষাদানের কৌশল এবং সেইসঙ্গে ইন্টারনেট, ওয়ার্ড প্রসেসিং ও শিক্ষাদানের সরঞ্জাম হিসাবে কম্পিউটারের ব্যবহার বিষয়ে নিবিড় প্রশিক্ষণ।

ফুলব্রাইট ডিএআইতে আবেদনের শেষ দিন রোববার ১৪এ্রপ্র্রিল । ওই দিন বাংলাদেশ সময় ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।

 

আবেদনের যোগ্যতা

 

বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে।

 

প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, সিভিক এডুকেশন, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।

 

শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং লেখার দক্ষতা ও থাকতে হবে।

 

মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

 

 

আবেদন কীভাবে

ফুলব্রাইট ডিএআই আবেদন সম্পর্কে জানতে অনলাইনে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা।

https://fulbright.irex.org/.

সমস্যা হলে বা ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় পড়লে dhakausexchanges@state.gov  –এ যোগাযোগ করতে পারেন আগ্রহী ব্যক্তিরা।

https://exchanges.state.gov/non-us/program/fulbright-programs-international-primary-and-secondary-teachers.

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024