সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

মিয়ানমারে পাচারকালে জ্বালানি তেল খাদ্যপণ্য সহ আটক ৬

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৩.০৪ পিএম

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফনদ ও পাশের একটি এলাকায় পাচারকারীদের কাছ থেকে খাদ্যপণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। তারা জানিয়েছেন, এসব পণ্য মিয়ানমারে পাচারের চেষ্টা ছিল পাচারকারীদের। খবর পেয়ে দুটি জায়গায় অভিযান চালিয়ে ছয়জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (৩ মার্চ) বিকালে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈয়ব, সলিম, জসিম উদ্দিন, মজিবুল্লাহ, রিদওয়ান ও বড়ইতলী এলাকার শফিউল্লাহ।

কোস্ট গার্ড জানায়, শাহপরীর দ্বীপ হয়ে কিছু খাদ্যপণ্য ও জ্বালানি তেল ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার হবে, এমন তথ্য পেয়ে ভোরের দিকে কোস্ট গার্ড অভিযান চালায়।

এ সময় নাফ নদের মোহনায় একটি নৌকার গতিবিধি সন্দেহ হলে ধাওয়া দিয়ে সেটি তল্লাশি করা হয়। তখন নৌকাটিতে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কুট ও অন্তত ৩৭ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় নাফ নদসংলগ্ন বড়ইতলী এলাকায় দুটি ডিঙি নৌকায় তল্লাশি চালায় কোস্ট গার্ড। সেখানে পাচারের জন্য রাখা ৪ বস্তা ডাল, ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ৪ প্যাকেট চানাচুর, ৩ প্যাকেট সুজি, ১০ প্যাকেট হুইল সাবান, এক প্যাকেট নুডলস, দুই প্যাকেট আটা, এক কেজি মরিচের গুঁড়া, এক কেজি চিনি, চার কেজি ডাল, পাঁচ লিটার পাম ওয়েল ও দুটি স্টারশিপ দুধ জব্দ করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা তাহসিন রহমান জানান, জব্দ করা মালামাল টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটক চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024