সারাক্ষণ ডেস্ক
ভোরে ঘুম ভাঙ্গার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল।
আর এ বসন্ত বৃষ্টিতে শহরের ধুলো ময়লা কিছুটা ধুয়ে মুছে গেল। আর এই বৃষ্টিতে পত্রপল্লব পেয়েছে সবুজের প্রাণ।
সকাল থেকেই ঢাকাসহ সারা দেশে আকাশ ছিল মেঘলা।
আজ সারা দিন এ অবস্থা থাকবে এবং এতে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, এটা সাগরে সৃষ্ট কোনো নিম্নচাপ বা এ জাতীয় কিছু নয়, পশ্চিম থেকে আসা মেঘের কারণে এরকম হচ্ছে।
আজ বরিশাল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। আবহাওয়া পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং রোদের দেখা মিলতে পারেআগামীকাল মঙ্গলবার (৫ মার্চ) ।
আজকের মত আগামীকাল মঙ্গলবারও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
Leave a Reply