সারাক্ষণ ডেস্ক
ভারতীয় অভিনেত্রী মমিতা বৈজু ।২০১৭ সালে ‘সারভোপারি পালাক্কারান’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। মমিতা বৈজু মূলত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেন।
মমিতা বৈজু ‘সুপার শারায়ানা’ ‘অপারেশন জাভা’ ,ডাকিনী, স্কুল ডায়েরী সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন ।বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেও তেমন কোন পরিচিতি পান নি ।
২০২৪ সালে তার অভিনীত ছবি ‘প্রেমালু’ দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। রেণু চরিত্রে অসাধারণ অভিনয় করে ভক্তদের হৃদয়ে অনেক বড় একটা জায়গা করছে নিয়েছেন তিনি ।
মমতা বৈজু রেণু চরিত্রে অভিনয় করে শুধু ভারতজুড়েই প্রশংসা পাননি।তার অভিনীত ‘প্রেমালু’ ছবিটি বাংলাদেশের দর্শদের কাছেও প্রশংসিত হয়েছে।
Leave a Reply