সারাক্ষণ ডেস্ক
ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী কৃতি স্যানন। যিনি মডেলিং ও বিজ্ঞাপনের মধ্যদিয়ে মিডিয়াতে তার ক্যারিয়ার শুরু করেছেন।২০১৪ সালে নির্মাতা সুকুমারের তেলেগু চলচ্চিত্র 1: নেনোক্কাদিন- এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার।
অভিনেত্রী কৃতি স্যানন নির্মাতা সাব্বির খানের রোমান্টিক অ্যাাকশন ধাচের চলচ্চিত্র হিরোপান্তিতে অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে আত্নপ্রকাশ করেছেন।হিরোপান্তিতে অসাধারন অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগত নারী অভিনেত্রীর পুরস্কার পান তিনি ।
এছাড়া একই বছরে হিরোপান্তি চলচ্চিত্রের জন্য আইফা অ্যাওয়ার্ড ও রাশি গিল্ড অ্যাওয়ার্ড বিজয়ী হন কৃতি স্যানন।৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই অভিনেত্রী চলচ্চিত্রে আসার আগে আমুলের মত বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।
তাছাড়া জেসমিন তেল,স্যামসাং মোবাইল,এলজি মোবাইলসহ কৃতিকে বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। রেডডিট, ইউটিউব এবং ইনস্টাগ্রামে তরুণ কৃতির বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং পুরানো ছবি শেয়ার করা হয়েছে।
Leave a Reply