সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

দাবদাহে উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার, দুবাইয়ে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর প্রকল্পের কাজ শুরু

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৮.২৮ পিএম

সারাক্ষণ ডেস্ক

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের শিরোনাম ‘‘কেজরিওয়ালের গ্রেপ্তারের স্লোগান নিয়ে প্রচারাভিযানের গান পরিবর্তন করতে নির্বাচন কমিশনের নির্দেশ’’

 

 

প্রতিবেদনে বলা হয়,অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের স্লোগান নিয়ে প্রচারাভিযানের গান পরিবর্তন করতে বলা হয়েছে। আম আদমি পার্টিকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

ভারতের নির্বাচন কমিশন আম আদমি পার্টিকে (এএপি) তাদের লোকসভা নির্বাচনের প্রচারের গানের বিষয়বস্তু পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। পোল প্যানেল বলেছে যে, গানের একটি স্লোগানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের কথা  বারবার উল্লেখ কার বিচার বিভাগের উপর প্রভাব ফেলে। এটি নির্দেশিকা এবং বিজ্ঞাপন কোডের বিধান লঙ্ঘন করে।

 

নির্বাচন কমিশন দিল্লির ক্ষমতাসীন দলকে প্রয়োজনীয় পরিবর্তনগুলো করার পরে নির্বাচনী গানটি পুনরায় জমা দিতে বলেছে।

 

মার্চ মাসে দিল্লির মদ নীতি সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। আম আদমি পার্টির দাবি, বিজেপি তাঁকে লোকসভা নির্বাচনে প্রচার করতে দেয়নি বলে তাঁকে জেলে পাঠানো হয়েছে। তবে, এই মাসের শুরুতে দিল্লি হাইকোর্ট তাঁর গ্রেপ্তার বহাল রাখে।

 

আম আদমি নেতা আতিশি দাবি করেছেন যে, নির্বাচন কমিশন তাদের প্রচারের গানটি কোন কারণ ছাড়াই নিষিদ্ধ করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বিজেপির রাজনৈতিক অস্ত্র।

 

 

পাকিস্তানের গণমাধ্যম ডনের একটি শিরোনাম ‘‘উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার’’

 

খবরে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রবিবার (২৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে উপ-প্রধানমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ “অবিলম্বে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” এই নিয়োগ কার্যকর হবে।

 

দার, এই দায়িত্ব গ্রহণের আগে, দেশের শেষ উপ-প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী পারভেজ এলাহি। যিনি তখন পিএমএল-কিউ-এর সদস্য ছিলেন, যিনি ২০১২ সালের জুন মাসে এই পদে নিযুক্ত হন।

 

২০১৩ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন দার ।

 

দার, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের আগস্টে জোট সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পাকিস্তানের অর্থমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হন।

 

 

 

গালফ নিউজের শিরোনাম ‘‘দুবাইয়ে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর প্রকল্পের কাজ শুরু ’’

 

প্রতিবেদনে বলা হয়,আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর প্রকল্প শুরু করেছে দুবাই।

আল মাকতুম আন্তর্জাতিককে বৈশ্বিক বিমান চলাচলের শীর্ষস্থানীয় করে তুলতে ১২৮ বিলিয়ন দিরহম বিনিয়োগ করা হবে।

 

নতুন প্রকল্পের লক্ষ্য আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হিসাবে স্থাপন করা। যার চূড়ান্ত ক্ষমতা ২৬০ মিলিয়ন যাত্রী ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

 

দুবাই যাত্রী টার্মিনাল নির্মাণের জন্য একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে।

 

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই এভিয়েশন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের কৌশলগত পরিকল্পনা পর্যালোচনা করেছেন। এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনালের জন্য নকশা অনুমোদন করেছেন। সম্পূর্ণরূপে চালু হলে এটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর ।

 

 

প্রথম আলোর শিরোনাম ‘‘অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু’’

 

প্রতিবেদনে বলা হয়, সাত বছরের মো. হুজাইফা মাদ্রাসায় পড়ে। প্রতিদিনের মতো  শনিবার ছেলেকে মদিনাবাজার এলাকার ফুরফুরা খানকা শরিফ মাদ্রাসায় পৌঁছে দেন মা হাবিবা বেগম। এরপর বাড়িতে ফেরার জন্য সামনের সড়কে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন; কোলে ছিল ৯ মাসের কন্যা হুমাইরা। হঠাৎ রামসিংগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে হুমাইরা সড়কে ছিটকে পড়ে। মৃত্যু হয় দুধের শিশুটির। আহত হন মা।

 

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় মদিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হুমাইরাদের বাড়ি সদর উপজেলার নাহাপাড়া গ্রামে। বাবা দেলোয়ার হোসেন মালয়েশিয়াপ্রবাসী।

 

মনির হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মালবাহী অটোরিকশার চালক ও তার সঙ্গী হাসাহাসি করছিলেন। অটোরিকশাটি একবার এপাশ–ওপাশ করে চলছিল। শেষ পর্যন্ত বাচ্চা কোলে থাকা ওই নারীকে গিয়ে ধাক্কা দেয়। পরে আহত হুমাইরাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিকেলে নাহাপাড়া গ্রামে হুমাইরাদের বাড়িতে গিয়ে দেখা যায়, হাবিবাকে স্বজনেরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই তাঁর আহাজারি থামছিল না। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি পইড়া গেলাম, মাইয়াডা হাতের থেকে ছুইট্টা ওই পাশে গেল গা! পরে দেখলাম মাইয়ার ঘাড়ে দিয়া সামান্য কাডা (কাটা)। কোলে লইয়া যহন মাথায় হাত দিলাম, দেখলাম, মাথাডা নিচ দিয়া থেঁতলাইয়া গেছে!’ আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে মেয়েকে পেয়েছিলেন বলে বারবার বলছিলেন সন্তানহারা এই মা।

 

কয়েক ব্যক্তি অটোরিকশার চালক (১৭) ও তার সঙ্গীকে (১৮) আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে উল্লেখ করে সদর থানার উপপরিদর্শক আবদুল হাকিম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

বণিক বার্তার একটি শিরোনাম ‘‘২৯ কারখানা পাচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’’

 

প্রতিবেদনে বলা হয়,গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০-এর আওতায় ১২টি খাতের ২৯টি কারখানা বা প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩ দেয়া হবে। ১২টি সেক্টর হলো তৈরি পোশাক (ওভেন), তৈরি পোশাক (নিট), টেক্সটাইল, চা, সিমেন্ট, প্লাস্টিক, চামড়া (ফিনিশড গুডস), চামড়া (ট্যানারি), ফার্মাসিউটিক্যালস, টাইলস অ্যান্ড সিরামিক, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক, খাদ্য প্রক্রিয়াকরণ। বিজয়ী কারখানা ও প্রতিষ্ঠানগুলো পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, একটি ক্রেস্ট, একটি মেডেল এবং একটি সার্টিফিকেট পাবে।

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের জন্য প্লাস্টিক সেক্টরে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, চা সেক্টরে মির্জাপুর চা বাগান, চাতলাপুর চা কারখানা, জেরিন চা বাগান এবং গাজীপুর চা বাগান। চামড়া (ফিনিশড গুডস) সেক্টরে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লি., এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এফবি ফুটওয়্যার চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।

চামড়া (ট্যানারি) সেক্টরে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিমেন্ট সেক্টরে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। ফার্মাসিউটিক্যালস সেক্টরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। টাইলস অ্যান্ড সিরামিক সেক্টরে শাইনপুকুর সিরামিকস। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক সেক্টরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।

তৈরি পোশাক (ওভেন) সেক্টরে এআর জিনস প্রডিউসার, মাহমুদা অ্যাটার্স লিমিটেড, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড এবং সাউদার্ন গার্মেন্টস চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। তৈরি পোশাক (নিট) সেক্টরে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড, লায়লা স্টাইল লি., জিএমএস টেক্সটাইল লিমিটেড, জেনেসিস ফ্যাশনস লিমিটেড, কড্ডা নান্দুন ও অকো টেক্স লি.। আর টেক্সটাইল সেক্টরে ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।

 

মানবজমিনের শিরোনাম ‘‘দাবদাহে উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার’’

খবরে বলা হয়, দাবদাহের কারণে ঢাকায় প্রতি বছর উৎপাদনশীল খাতে ক্ষতি হচ্ছে দুই হাজার ৭০০ কোটি ডলার। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ শুধু পোশাক খাতেই ৬০০ কোটি ডলারের ক্ষতি হবে। এতে কাজ হারানোর ঝুঁকিতে পড়বেন প্রায় আড়াই লাখ পোশাককর্মী।

‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কর্মক্ষেত্রে জৈব রাসায়নিক দূষণ’ শীর্ষক আলোচনা সভার আয়োজনে এ তথ্য উঠে আসে।  এর আয়োজক ছিলো বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি)।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম। মূল বক্তব্যে ড. শেখ তৌহিদুল ইসলাম উল্লেখ করেন, তীব্র তাপপ্রবাহের কারণে এপ্রিল ও মে মাসে শ্রমিকরা তাদের মোট কর্মঘণ্টার ২৫ শতাংশ হারাতে পারেন। এর ফলে প্রাক্কলিত আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা।

 

 

ইত্তেফাকের শিরোনাম ‘‘ ঢাকায় ডেনিম এক্সপো ৬-মে”

প্রতিবেদনে বলা হয়, আগামী ৬ ও ৭ মে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৬তম আসর। এবারের সংস্করণের প্রতিপাদ্য হচ্ছে ‘রিইমাজিন’ বা নতুন করে ভেবে দেখা ।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেছেন, আমরা বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিপাদ্য হিসেবে ‘রিইমাজিন’ বেছে নিয়েছি। এর মাধ্যমে কেবল ডেনিম শিল্পের রূপান্তরের বিষয়টি বোঝানো হয় তা নয়; বরং ডেনিমের মূল ধারাকে পুনরায় সংজ্ঞায়িত করার বিষয়টিও প্রকাশ পায় ।

আমরা প্রচলিত প্রথা থেকে বের হয়ে ডেনিম সম্পর্কে এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে কাজ করছি, যা একই সঙ্গে দূরদর্শী এবং যুগান্তকারী। পাশাপাশি ডেনিম শিল্পে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো অন্বেষণ করছি। সাসটেইনেবল প্র্যাকটিস থেকে শুরু করে অত্যাধুনিক ডিজাইনের কৌশলগুলো অর্থাৎ আধুনিক যুগে ডেনিম বলতে যা বোঝায়, সেসব বিষয় নিয়ে ডেনিম শিল্পে যুগান্তকারী পরিবর্তনে কাজ করছি।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, জাপানসহ ১১টি দেশের ৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ডেনিম ফেব্রিক মিলস এবং নন-ডেনিম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ওয়াশিং লন্ড্রি, এক্সেসরিজ ও ট্রিমস, কেমিক্যালস, মেশিনারি বা প্রযুক্তি এবং লজিস্টিক প্রতিষ্ঠান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024