সারাক্ষণ ডেস্ক
অভিনেতা প্রভাস ও দিপীকা পাডুকোন অভিনীত সিনেমা ‘কালকি’ ২৮৯৮ এডি কে ডেনিস ভিলেনিউভ, টম হল্যান্ড এবং জেন্ডায়া অভিনীত ডুনের সাথে অনেকে তুলনা করেছেন ।
২৮৯৮ এডি সিনেমাটি এ বছরের প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্য একটি হতে চলেছে। কালকি ২৮৯৮ এডি সিনেমাটিতে প্রধান ভুমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা, অমিতাভ বচ্চন এবং কমল হাসান । সাই-ফাই এই সিনেমাটি পরিচালনা করেছন নাগ অশ্বিন।
একটি ইভেন্টে একজন ছাত্র নাগ অশ্বিনকে জিজ্ঞাসা করেছিল কেন তার সিনেমাটি অনেকটা ডুনের মতো দেখাচ্ছে ও দুটি সিনেমার মধ্যে কোন মিল আছে কিনা।
এ প্রশ্নের উওরে পরিচালক নাগ অশ্বিন হেসে বললেন, ডুনের সাথে কালকি২৮৯৮ এডি-এর কোন ধরনের মিল নেই। বালির কারণে অনেকের মনে হতে পারে দুটি সিনেমার মধ্য মিল রয়েছে । এ ধারণাটা পুরোপুরি ভুল । কালকি ২৮৯৮ এডি-এর গল্প আলাদা । ডুনের সাথে এর কোথাও কোন মিল নেই।
সম্প্রতি নির্মাতারা সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন। সেখানে ২৭ জুন সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে।
Leave a Reply