শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

আইসিসি টি-২০ বিশ্বকাপে ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিসিআই :বাদ পড়েছেন কেএল রাহুল

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৬.১৯ পিএম

সারাক্ষণ ডেস্ক

আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যর দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( বিসিসিআই) ।

 

 

আজ আহমেদাবাদে প্রধান নির্বাচক অজিত আগরকরের  নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ষ আলোচনা করার পর অবশেষে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটির টিম টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। বৈঠকে বোর্ড সচিব জয় শাহও উপস্থিত ছিলেন।

টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিবেন রোহিত শর্মা ও সহ- অধিনায়ক হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া । তবে ১৫ সদস্যর টি-২০ বিশ্বকাপ দলে জায়গা হয়নি লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুলের।

 

 

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪ শুরু হতে আর বেশি দিন বাকি নেই।আইপিএল মৌসুম শেষ হওয়ার পরপরেই ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে । ২০টি দেশকে ১ জুনের আগে তাদের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হবে। এবারের আইসিসি টি-২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে  অনুষ্ঠিত হবে।

ভারতীয় ক্রিকেটের ১৫ সদস্যর দলে যারা আছেন-রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024