আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
৩. বাদশা উজীরদের কথা শুনে খুব একটা খুশী হলেন না। তিনি বললেন, “সামান্য একজন প্রজার ঘটে এত বুদ্ধি তা আমি বিশ্বাস করি না। বাদশার চেয়ে তাঁর প্রজার বুদ্ধি বেশী এমন অযৌক্তিক কথা কেউ কোথাও শুনেছে?”
৪. বাদশার উদ্ধত ও দাম্ভিক ভাব দেখে উজীরেরা পরস্পরের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি তাদের কথার মোড় ঘুরিয়ে বললেন, “জী, জাহাপনা, আমরাও তা বিশ্বাস- যোগ্য বলে মনে করি না।”
Leave a Reply