নিজস্ব প্রতিবেদক
আজ পুরানা পল্টন মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর উদ্যোগে সংগঠনের সভাপতি মাহাতাব উদ্দিন সহিদের সভাপতিত্বে ও ছামসুল হকের সঞ্চালনায় সমাবেশ ও লাল পতাকা র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য জনাব ড. মোস্তাক হোসেন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম বাবু।
আনিসুর রহমান স্বপন, জনাব কামরুল ইসলাম মৃধা, আলমগীর হোসেন, কাঞ্চন মজুমদার, মোঃ মাসুম, মোঃ রাশেদ, মোঃ সুমন, জনাব মঞ্জু মিয়া, সোহানুর রহমান জনি, রুমা আক্তার প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, মে দিবসের ত্যাগ ও মহিমায় সমুজ্জল শ্রমিক কৃষক জনতা, মালিক শ্রেণির নিপীড়ন, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে আমেরিকার শিকাগো শহরে ১৮৮৬ সালে শ্রমিকদের প্রতিবাদী সমাবেশ ও মিছিলে সরকার ও মালিক শ্রেণি হত্যা ও নির্যাতনে রাজপথ রক্তাক্ত হয়ে উঠে শ্রমিকের রক্তে। আজও মে দিবস শ্রমজীবী মানুষের মুক্তি ও শোষণ বৈষম্যের বিরুদ্ধে শক্তি যোগায়। মানব সভ্যতার ইতিহাসে মে দিবস চিরভাস্মর হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, মে দিবস পৃথিবীর শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন এবং শ্রমজীবী মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশে^র শ্রমিকরা উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দিবসটি পালন করলেও আমাদের দেশের শ্রমিকরা আজো তাদের অধিকার ও মজুরী আদায়ের লড়াইয়েরত।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশের উন্নয়নমূলক কাজ যেমন হয়েছে সর্বক্ষেত্রেই গার্মেন্টস শ্রমিকেরা অগ্রণী ভূমিকা পালন করছে। গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, রেশনিং ব্যবস্থা চালু, বেসরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, ২০২৪-২০২৫ সালের বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের এসে শেষ হয়। এছাড়াও গাজীপুর জেলার কোনাবাড়ী বাসষ্ট্যান্ড জনাব আশরাফুজ্জামান এর নেতৃত্বে, কালিয়াকৈর থানা ইয়াকুব আলী’র নেতৃত্বে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply