শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

WFTU বাংলাদেশের ঐতিহাসিক মে দিবস পালন

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪, ৮.৩৮ পিএম

সারাক্ষণ ডেস্ক

WFTU বাংলাদেশ ‘ঐতিহাসিক মে দিবস’ উপলক্ষ্যে বিভিন্ন  কর্মসূচি গ্রহণ করে।কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্লোগান সমেত প্ল্যাকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়। সেখানে নেতাকর্মীরা মে দিবসের ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করেন। নেতা-কর্মীদের হাতে প্যালেস্টাইনের পতাকাও দেখা যায়। সহ-আয়োজক নোমানুজ্জামান  আল আজাদ মানব বন্ধনে সভাপতিত্ব করেন।

এছাড়া, অনুষ্ঠানে জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, মাহবুবুর রহমান, সহ-সভাপতি, টিইউসি, আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক জোট, বাদল খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশী শ্রমিক জোট, সৈয়দ সারোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ সরকারী এমপ্লয়িজ কো-অর্ডিনেশন কাউন্সিল (বিজিইসিসি), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খালেক উজ জামান লিপন বক্তব্য রাখেন। তারা শোষণের বিরুদ্ধে শ্রমিকদের সমসাময়িক চাহিদার দাবি জানান। তারা গণতান্ত্রিক ও ট্রেড ইউনিয়নের স্বাধীনতা দাবি করেন। বক্তারা সাম্রাজ্যবাদী যুদ্ধ ও হস্তক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিষ্ঠারও দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024