শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আলোচনা সভা:এবি পার্টির

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪, ৮.৪৫ পিএম
আজ মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, বিবিএস এর হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রায় সাড়ে সাতকোটি মানুষ শ্রমজীবী। আর এই শ্রমজীবী মানুষদের নিয়ে আমাদের কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, দেশের অধিকাংশ মানুষই শ্রমিক। কারণ সবাই কাজ করে উপার্জন করেন। কিছু মানুষ আছে যাদের কাজ করে উপার্জন করতে হয়না, তারা জনগণের টাকা লুটপাট করে আরাম আয়েশে জীবন যাপন করছে। আজকের এই শ্রমিক দিবসে সেই সমস্ত লুটেরাদের প্রতি আমরা ঘৃনা জানাই।
আলোচনা সভায় বক্তারা গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন। সেই থেকে ১মে শ্রমিকদের সম্মানে এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হচ্ছে আজও শ্রমিকরা তাদের আধিকার ফিরে পায়নি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্যসচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, শরণ চৌধুরী, আমেনা বেগম, রুনা হোসাইন, সুমাইয়া শারমিন ফারহানা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024