সারাক্ষণ ডেস্ক
বড় পর্দায় মুক্তি পর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’। নেটফ্লিক্সে মুক্তির পর বলিউডের তারকারা সিনেমাটির প্রশংসা করেছেন এবং তাদের সোশ্যাল মিডিয়ার স্টোরিতে ‘লাপাতা লেডিসের’ পোস্টার শেয়ার দিয়েছেন।
কারিনা কাপুর তার ইনস্টাগ্রাম স্টরিতে সিনেমাটির পোষ্টার শেয়ার করে লিখেছেন , কী একটি রত্ন । এমন বাস্তবমূখী সিনেমা উপহার দেওয়ার জন্য পরিচালক কিরণ রাও কে ধন্যবাদ ও অভিনন্দন ।
আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম স্টরিতে ‘লাপাতা লেডিসের’ পোষ্টার শেয়ার করে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন , সিনেমাটির গল্প আমার হৃদয় ছুঁয়েছে।সিনেমাটিতে সবার অভিনয় ছিল দুর্দান্ত । লাপাতা লেডিসের সব অভিনেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
প্রিয়াঙ্কা চোপড়াও সিনেমাটির প্রশংসা করেছেন এবং লিখেছেন, বিনোদন ও শিক্ষামূলক একটি সিনেমা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। । তিনি পরিচালক কিরণ রাও এর উদ্দেশ্য আরও লিখেছেন ,এই রত্নটির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। এমন সুন্দর গল্পের সিনেমা আরও তৈরি করুন।
সিনেমাটিতে সামাজিক বার্তা, নারীশিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা তুলে ধরা হয়েছে । লাপাতা লেডিসে অভিনয় করেছেন, রবি কিষাণ, ছায়া কদম, সমর্থ মহর, সতেন্দ্র সোনি, স্পর্শ শ্রীবাস্তব ,দুর্গেশ কুমার , নিতানশী গোয়েল ও প্রতিভা রান্তা ।
Leave a Reply