সারাক্ষণ ডেস্ক
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ঢাকা মহানগর উত্তর এর সম্মেলন প্রস্তুতি কমিটির সভা গতকাল ৬ মার্চ উত্তরাস্থ ঢাকা মহানগর উত্তর বিএনএফ’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস,এম, আবুল কালাম আজাদ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনএফ’র সেক্রেটারি জেনারেল ডক্টর মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ।
বিএনএফ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ঢাকা মহানগর উত্তর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা মো: বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও বিএনএফ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ শফিউল্লাহ চৌধুরী আন্দোলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনএফ’র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান খান নাজিম, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু , সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সজীব কায়সার (মিথুন), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহরাজ উল্লাহ, কেন্দ্রীয় সদস্য কে এম জহুরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে আয়োজিত সভায় দলের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর বিএনএফ’র প্রস্তাবিত ৭টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য প্রদান করেন। প্রস্তাবিত ৭টি থানা হচ্ছে খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, বিমানবন্দর।
Leave a Reply