ফয়সাল আহমেদ
তিনি তারকা খ্যাতি পান মাত্র বিশ বছর বয়সে । এরপর অনেকেই এসেছেন তবে কেট উইন্সলেটের জনপ্রিয়তা এতটুকু কমেনি। কোভিডের পর কেট এইচবিও’র সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া “টাইটানিক” দিয়ে তারকা খ্যাতি পেয়েছিলেন কেট। ৪৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী আবার এসেছেন নতুন সিরিজ ‘দ্য রেজিম’ নিয়ে।
কিছুদিন আগে প্রচারিত হয় সিরিজটির প্রথম পর্ব। ছয় পর্বের সিরিজটির প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে ৭ এপ্রিল পর্যন্ত। সিরিজটিতে কেট উইন্সলেটকে দেখা যাবে একটি কাল্পনিক ইউরোপীয় দেশের চ্যান্সেলর হিসেবে।
সিরিজটির প্রচারে ‘দ্য টুডে শো’-তে এসে অনেক বিষয় নিয়ে বলেছেন তিনি। তিনি মনে করেন, সেই সময়ের চেয়ে বিনোদন–দুনিয়া এখন অনেকটাই বদলে গেছে।
কেট বলেন-সবকিছু অনেকটাই বদলে গেছে। এটা হয়েছে বর্তমান তরুণ নারী শিল্পীদের জন্য। শুরু থেকেই তাঁরা নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন। তারা জানেন, কীভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে হয়। এই সব তরুণ অভিনেত্রীরা নিজেদের গুরুত্ব জানেন।
Leave a Reply