নিজস্ব প্রতিবেদক
ইতিহাস পরিবহনের শ্রমিক হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে মিরপুরে প্রতিবাদ সমাবেশ ওক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী সাধারন সম্পাদক-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান।
ইতিহাস পরিবহন লিঃ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং শ্রমিক নেতা আব্দুল জাব্বারের সঞ্চালনায় প্রধান বক্তা সাখাওয়াত হোসেন দুলাল সদস্য সচিব, সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ মিরপুর আঞ্চলিক কমিটি সহ বক্তব্য রাখেন মো: সোহেল মোল্লা সলু, সাধারণ সম্পাদক মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-ঢাকা-২৪০৫ শ্রমিক নেতা আলম মাদবর, গাবতলী পরিবহন নেতা আব্দুল করিম, শ্রমিক নেতা শাহজাহান বাবুল, দেলোয়ার খান, শাহ্আলম, মো: জুয়েল, নিহত বাবু ও হৃদয়ের পরিবারের সদস্য বৃন্দ ও মো: শহিদ, রমজান আলী ভূট্টো, ইতিহাস পরিবহন ডাইরেক্টর নাজমুল হোসেন, মহাসিন মোল্লা, আলমগীর হোসেন, মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক বাবুল চৌধুরী প্রমুখ।
ইতিহাস পরিবহন, গাড়ি নং-৮১২, ৮ এপ্রিল, সকাল ১১.৩০ টায় মিরপুর-১৪ হইতে ছেড়েছে গন্তব্য চন্দ্রা। মিরপুর-১ হইতে যাত্রী উক্ত গাড়িতে উঠেন। ভাড়া কম/বেশি নিয়ে তর্ক বিতর্ক যাত্রী বনাম শ্রমিক সোহেলরানা (বাবু) ও হৃদয়। যাত্রী ফোন করে তার সাংগ পাংগদের তার গন্তব্য স্থল ইপিজেড এলাকায় জড়ো করান। গাড়ি ইপিজেড স্ট্যান্ড এ থামলে যাত্রী এবং যাত্রীর লোকজন গাড়ি থেকে বাবু ও হৃদয়কে নামিয়ে কিল, ঘুষি, লাথি, ইট, পাথর ইত্যাদির মাধ্যমে উভয়ের শরীরে ক্ষত-বিক্ষত করিলে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মেডিকেলে নিলে ডাঃ উভয়কে মৃত বলে ঘোষনা করেন। হত্যাকারিরা প্রভাবশালী বলে মনে হচ্ছে। হত্যার পর সাথে সাথে মেডিকেলের চিকিৎসক এবং আশুলিয়া থানার কর্মকর্তাদের তাৎক্ষনিক ম্যানেজ করে ফেলেন। অতঃপর ঘটনার মোড় ঘুরানোর জন্য তাৎক্ষনিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা গল্প সাজিয়ে উক্ত গাড়ির ড্রাইভার আব্দুর রহমানকে আসামি করে এবং লাশ নিতে হলে স্বাক্ষর করতে হবে বলে নিহত হৃদয়ের ভাইকে বাদি করে পুলিশ থানায় মামলা রুজু করেন। ঐ মামলার আব্দুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে প্রেরন করেন।
নিহত সোহেলরানা (বাবু) ও হৃদয় এর হত্যাকারিদের গ্রেফতার এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতারকৃত উক্ত গাড়ির ড্রাইভার আব্দুর রহমান এর মুক্তির দাবীতে গতকাল মিরপুর-১০, গোলচত্তর, মেডিনোভা হাসপাতালের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ।
অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবী, ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে চালক আব্দুর রহিমের মুক্তি দাবি জানান। সভায় আগামী ১৪ই মে, ২০২৪ইং আশুলিয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার পরবর্তি কর্মসূচি ঘোষনা করা হয়।
Leave a Reply