নিজস্ব প্রতিবেদক
আজ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আজ সকালে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান নবগঠিত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সহ পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দো’আ করা হয়।
এ সময় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন – ফারুক আহমেদ, লোকমান ভূইয়া রাজু, জাহিদ হোসেন, হুুমায়ন খান, এস এম ইকবাল আহমেদ, মঞ্জু ভূইয়া, ডাঃ আলফাজ, খলিলুর রহমান বাবু, মোস্তাক আহমেদ, রিপন, ইদি আমিন এ্যাপোলো, জহিরুল হক ভূইয়া রিপন, কামাল হোসেন, রিপন, যুবরাজ আহমেদ নাজিম প্রমুখ।
Leave a Reply