নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক দুই সংস্থা তাদের লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে ।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, রমজানে পুঁজিবাজারে লেনদেন হবে সাড়ে তিন ঘণ্টা।
বৃহস্পতিবার (০৭ মার্চ) এ তথ্য জানিয়েছে একচেঞ্জ দুটি।
এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।
আসন্ন রমজানে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে সাড়ে তিন ঘণ্টা অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
সাড়ে তিন ঘণ্টা লেনদেন চললেও পুঁজিবাজারে অফিস চলবে সাড়ে ৬ ঘণ্টা।
সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস চলবে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
পুঁজিবাজারের মূল লেনদেন ১ টা ২০ মিনিটে শেষ হবে। এর সঙ্গে পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১০ মিনিট অর্থাৎ ১টা ৩০ মিনিট পর্যন্ত।
Leave a Reply