শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

ব্রাক হেলথকেয়ার সেন্টার এখন উত্তরায়

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৬.২৯ পিএম

সারাক্ষণ ডেস্ক

 

পরিবারের একজন সদস্যের মতো সহানুভূতি ও সহমর্মিতা কে না চায়। এ বার্তা নিয়ে রোগী ও রোগীর স্বজনদের পাশে থাকার প্রত্যয়ে গত বছর মার্চে রাজধানীর কাজীপাড়ায় যাত্রা শুরু করে ‘ব্র্যাক হেলথকেয়ার সেন্টার’। এবার ব্র্যাক হেলথকেয়ারের দ্বিতীয় শাখাটি যাত্রা শুরু করল উত্তরায়।

বুধবার উত্তরার ৬ নাম্বার সেক্টরে ১২ নম্বর সড়কের ১৫ নম্বর ভবনে দ্বিতীয় হেলথকেয়ার সেন্টার উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে একই ছাদের নিচে রয়েছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টালহেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার, ডায়াগনস্টিক সেন্টার এবং একটি আধুনিক মডেল ফার্মেসি।

উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ সালেহ্ বলেন, ‘আমরা ধরেই নেই, জরুরি প্রয়োজনে ভালো চিকিৎসক, ভালো চিকিৎসাসেবা পাব না। যদি পাই, তাহলে সেটাকে আশীর্বাদ বলে মনে করি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে চাই। ব্র্যাক হেলথ কেয়ারের মূলমন্ত্রই হচ্ছে রোগীকেন্দ্রিক চিকিৎসা সেবা।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা জানি যে, সব মানুষের কাছে আমরা যেতে পারব না। তবে আশা করছি, ব্র্যাক যে মানের চিকিৎসাসেবা দিচ্ছে, সেটি দেখে অন্যরাও তাদের সেবার মান ভালো করবে। এর ফলে সার্বিকভাবে এই খাতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে।’

ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এক বছরের পরিক্রমায় আমাদের লক্ষ্য ছিল রোগীদের ভালো মানের সেবা দেওয়া ও তাদের একটা ভালো অভিজ্ঞতা দেওয়া। আমরা মনে করি অনেকাংশে সে লক্ষ্য অর্জন করেছি। আমাদের কাজীপাড়া হেলথকেয়ার থেকে যারা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ এই সেবা প্রদানের প্রক্রিয়াটাকে খুব পছন্দ করেছেন।

 

উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার সেন্টারটি একটি আউটপেশেন্ট ক্লিনিক যেখানে প্রদান করা হবে পরিবারের প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা। সেন্টারটিতে এক্স-রে, ইসিজি ও আলট্রাসনোগ্রামসহ সকল প্রকারের প্যাথলজি পরীক্ষার সুবিধা রয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নির্ভুল ফলাফলের জন্য থাকছে উচ্চ যোগ্যতাসম্পন্ন প্যাথলজিস্ট ও উন্নতমানের ল্যাবরেটরি।

 

নিরাপদ ওষুধ পেতে এখানে রয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসনের অনুমোদিত একটি ফার্মেসি যেখানে প্রশিক্ষিত ফার্মাসিস্টরা দায়িত্বে থাকছেন। থাকছে নিয়মিত ডেন্টাল চেকআপ, টিথ ক্লিনিং, কসমেটিক ফিলিং, টুথ এক্সট্র্যাকশনসহ নানা ধরনের সেবা।

উদ্বোধনের পরদিন থেকেই প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য উন্মুক্ত থাকছে। সরাসরি সেন্টারে এসে সেবা নেওয়া যাবে অথবা ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের হটলাইন নম্বরে (+৮৮০-৯৬৭৮১৯১৯১১) কল করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেও আসা যাবে। www.brachealthcare.com ওয়েবসাইটে ব্র্যাক হেলথকেয়ার ও এর সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

 

ঠিক এক বছর আগে, গতবছর মার্চ মাসে কাজীপাড়ায় ব্র্যাক হেলথকেয়ারের প্রথম সেন্টার চালু হয়। এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি রোগীর সেবা দিয়েছে এই সেন্টার। এর মধ্যে ৫০ ভাগ নারী এবং তাদের ভেতর ২২ শতাংশ রোগীর বয়স ১৫ বছরের কম। সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষ ব্র্যাক হেলথকেয়ারে সেবা নিয়েছেন। বিশেষ করে নগরীর মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে এ বছর ব্র্যাক হেলথকেয়ার শহরের অন্যান্য এলাকায় আরও শাখা চালুর পরিকল্পনা করছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও শাখা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024