সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

চিকিৎসাসেবা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এক নম্বর হতে হবে

  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪, ২.৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগে বঙ্গবন্ধু কর্ণারসহ কনফারেন্স ও লাইব্রেরী রুম সংস্কার, জরুরি অপারেশন থিয়েটারের পুনঃসংস্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ।উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেছেন, চিকিৎসাসেবা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এক নম্বর হতে হবে। গবেষণার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গবেষণার ক্ষেত্রে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় এ জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা জনাব সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় গবেষণাসহ বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে উন্নয়নের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার বিষয়টি সহজতর হয়েছে। যা দেশের স্বাস্থ্য সেক্টরের উন্নয়নকে অধিকতর গতিশীল ও তরান্বিত করবে।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে জাতির জনকের নামে বঙ্গবন্ধু কর্ণার চালু করায় অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যানসহ সকল শিক্ষককে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হল দেশের স্বাস্থ্যখাতের সেন্টার অফ এক্সিলেন্স। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫৪টি অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৫ হাজার। এর মধ্যে শতাধিক বিদেশী শিক্ষার্থী রয়েছে। এখানে মেডিক্যাল শিক্ষায় উচ্চতর কোর্সের সংখ্যা ১০৭টি।

অর্থোপেডিক সার্জারি বিভাগে রয়েছে স্পাইন সার্জাারি, হ্যান্ড সার্জারিসহ এক ডজনেরও বেশি সাব স্পেশিয়ালিটি সার্ভিস। মাননীয় উপাচার্য আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে ৪ বছরের জন্য একটি বড় দায়িত্ব অর্পণ করেছেন। আমি এখানে কোনো অন্যায় করতে আসেনি, কারো ক্ষতি করতে আসেনি। আমি সবাইকে নিয়ে কাজ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রিতিষ্ঠিত করতে চাই।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাস, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী ফয়সাল প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে উক্ত বিভাগের শিক্ষা, সেবা ও গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024