নিজস্ব প্রতিবেদক ॥
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে আয়করের ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) ব্যারিস্টার তাহমিনা পলি। রাষ্ট্রের এই দুই আইন কর্মকর্তা বলেন, সরকারের রাজস্ব বিভাগ ড. ইউনূসের প্রতিষ্ঠান থেকে ৫৫৫ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা কর দাবি করে। এই টাকার মধ্যে ৪৩৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৪৩৪ টাকা পরিশোধ করেছে। এখন পরিশোধ করতে হবে ১১৯ কোটি টাকা।
তাহমিনা পলি বলেন, ২০১১ সাল থেকে ২০১৭ সালের কর পরিশোধের সব নথি যথাযথভাবে প্রমাণ করতে পারেননি গ্রামীণ কল্যাণ। নথি পর্যালোচনা করে সরকারের কাছে প্রমাণিত হয়েছে গ্রামীণ কল্যাণ আরও ১১৯ কোটি টাকার কর বাকী আছে। গ্রামীণ কল্যাণের অভ্যন্তরীণ অডিটের মতে সব কর পরিশোধ করা হয়েছে। কিন্তু রাজস্ব বিভাগে সেটি প্রমাণিত হয় ১১৯ কোটি টাকা কর বাকী আছে, তা পরিশোধ করতে হবে। গ্রামীণ কল্যাণ এমন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রেফারেন্স করে। সেই রেফারেন্স খারিজ করে রায় দেন আদালত।
কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে এর আগে ইউনূস সেন্টার একটি বিবৃতি দিয়েছিল। বিবৃতিতে তারা কর বকেয়ার বিষয় স্পষ্ট করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল। ইউনূস সেন্টার বলছে, প্রফেসর ইউনূসের যে টাকা নিয়ে পত্র-পত্রিকা ও টেলিভিশনে আলাপ চলছে, তার পুরোটাই প্রফেসর ইউনূসের অর্জিত টাকা।
Leave a Reply