আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
৫. বড়লোকের এই দুর্ব্যবহারের জন্য গ্রামবাসীদের খুব রাগ হল। কিন্তু কি করে তাকে জব্দ করা যায় তা তারা নিজেরা ভেবে না পেয়ে শেষ পর্যন্ত আফান্দীর সাহায্য চাইল।
৬. আফান্দী তার গাধার পিঠের ওপর বসে মনে মনে গ্রামবাসীদের দুশ্চিন্তা দূর করার কথা ভাবতে ভাবতে চলল।
Leave a Reply