আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
১১. আফান্দী ভদ্রভাবে ঐ বড়লোককে বলল, “জনাব, এই রাস্তা তো সরকারী রাস্তা। এখানে আমি যদি বিশ্রাম করতে চাই তাতে আপনার কেন আপত্তি তা বুঝতে পারছি না।”
১২. ঐ বড়লোক খেঁকিয়ে উঠে বলল, “রাস্তা সরকারী, কিন্তু এই গাছের ছায়া আমার। আর এই গাছের একটি পাতার দাম এক টাকা। যাদের পয়সা আছে একমাত্র তারাই এখানে বসতে পারে।”
Leave a Reply