সারাক্ষণ ডেস্ক
গৃহশ্রমিক প্রীতি উরাও এবং আনোয়ারার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। আজ সকালে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক আইন বাস্তবায়ন, গৃহশ্রমিক প্রীতি উরাও ও আনোয়ারা’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা গৃহশ্রমিক প্রীতি উরাও এবং আনোয়ারার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে অবিলম্বে গৃহশ্রমিকদের জন্য প্রণীত নীতিমালাকে আইনে পরিণত করার জোর দাবি জানান। গৃহশ্রমিকদের আইন বাস্তবায়ন হলে গৃহশ্রমিকরা তাদের মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচতে পারবে।
সংগঠনের কেন্দ্রীয় নেতা আমেনা বেগম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শ্রমিক নেতা আবুল হোসাইন, খেতমজুর নেতা জাকির হোসেন রাজু, কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন, সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রেনু, নাসিমা বেগম, প্রচার সম্পাদক স্নিগ্ধা প্রমুখ।
‘নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করা’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। যেখানে গৃহশ্রমিকের আইন নাই, সেখানে তাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে ? বাংলাদেশে গৃহশ্রমিকরা সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিতে গৃহশ্রমিকের অবদান অনস্বীকার্য।
Leave a Reply