সারাক্ষণ ডেস্ক
রমাপদ চৌধুরির লালবাঈ ছিলো ইরানী বালিকা। যে বালিকা এসেছিলো ভারতের ক্রীতদাসীর হাটে। অথচ তার রূপই তাকে করেছিলো ক্ষমতাসীন এক নারী স্বাধীন এক ভারতীয় রাজ্যে। তাকে প্রথম দেখেই চমকে আর চোখ ফেরাতে পারেনি যুবরাজ।
ইরানের নারীর এই রূপ শুধু আওরঙ্গজেবের আমলের লালবাঈ এর নয়, এরও হাজার হাজার বছর আগে থেকে ভারতীয় তথা বাঙালি’কে টেনেছে ইরানি মেয়ে। নজরুলের কলমে যারা শুধু মরু-চারিনী নয়, তাদের গোলাপী শরীরে পরিয়েছে গৈরিক বালুকার ওড়না।
সেই লালবাঈ থেকে নজরুলের মরু-চারিনীকে আবার নতুন করে সামনে নিয়ে এলেন বাংলাদেশের গুনী শুধু নয়, মনকাড়া অভিনেত্রী জয়া আহসান। ইরানে ৬ ফেব্রুয়ারি তারিখে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে বাঙালি এই নায়িকা যেন হার মানিয়ে দিচ্ছেন চিরকালের ইরানি সুন্দরীরের।
ইরানি সাজে জয়া হাসান তার ফেসবুকে পোস্ট করা এই ছবি গুলো শুধু যেন পোষাকে তাকে ইরানি তৈরি করেনি, তার প্রতিটি মুহূর্তের নিজেকে উপস্থাপন করার আর্ট জানিয়ে দিলো জয়া আহসান। শুধু কোলকাতা বা মুম্বাই জয় করতে পারেন না, তিনি হার মানিয়ে দিতে পারেন ইরানি সুন্দরীদেরও।
Leave a Reply