নিজস্ব প্রতিবেদক
ষাটের দশকের তুখোড় ছাত্র নেতা বিশিষ্ট প্রগতিশীল রাজনীতিক জনাব হায়দার আকবর খান রনো মৃত্যুবরণ করেছেন। রণাঙ্গনের সৈনিক, তাত্ত্বিক ও লেখক কমরেড হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর উপদেষ্টা ছিলেন।
আকবর আলী খান রনো দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন এবং নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার খুব অসুস্থতাবোধ করলে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল দিবাগত রাত ২ টা ৫ মিনিটে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কমরেড হায়দার আকবর খান রনো। তিনি ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন।
Leave a Reply