আসাদ মান্নান
( সদ্য প্রয়াত রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো ভাইয়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা)
এমন সোনার ছেলে এ মাটিতে আর কেউ নেই!
আমার বুকের মধ্যে এ কেমন শূন্যতার ঢেউ,
রনো ভাই আপনার মতো আর বেঁচে নেই কেউ।
জীবন ফুরিয়ে যায় তবু তার মহিমা অশেষ
মাতৃভূমি চিরকাল ধরে রাখে মায়ের আঁচল
এ আঁচলে লেখা থাকে কিছু কিছু মানুষের নাম,
তেমন মানুষ হায়দার আকবর খান রনো;
আমরা রয়েছি যারা বেঁচে মর্ত্যে তারা সব বুনো
জন্তু আর জানোয়ার, কেউ কেউ দাঁতাল শুয়োর।
শুয়োরের আস্তানায় দিন আসে রাতের পোশাকে
উপেক্ষিত বীরগাথা উইপোকা খায় মজা লুটে,
ন্যায় ও নীতির পিঠে ছুরি মারে স্বার্থের ডাকাত;
ডাকাতেরা রাতকাণা; তাই দিনে সদর রাস্তায়
নেমেছে দস্যুর মতো বেপরোয়া বেহায়া তস্কর —
ওদের থামাতে পারে কেউ নেই সুশীল পাড়ায়!
এমন সজ্জন আর বনেদী মানুষ তার মতো
কবে যে আবার এই ঘুনে ধরা শ্যামল ডাঙায়
জন্ম নেবে শত শত — নত হবে পশু ও পশুত্ব ;
কবে যে আমার এই রক্তে ভেজা স্বদেশের মাটি
ধর্ম গোত্র ভেদ করে রূপ নেবে মানব খামারে?
সমূহ সুন্দর থেকে জন্ম নেবে সম্পন্ন মানুষ,
সম্পন্ন মানুষ থেকে ফুটে যেন আগামী সকাল,
যে সকালে পথে তিনি আমাদের আলোর সারথি,
মরণ বিজয়ী রনো — সকলের প্রিয় রনো ভাই।
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাদ মান্নান
Leave a Reply