শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪, ৪.১৭ পিএম

 নিজস্ব প্রতিবেদক 

গাজীপুর জেলার সদর উপজেলাধীন নয়নপুরের ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ,কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস  আদর্শ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

” ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি  জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রথমেই সোসাইটির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী’র রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত সভায় ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, “প্রতিষ্ঠান টিকে থাকে সেই প্রতিষ্ঠানের সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে। সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

 

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন-“একজন সত্যিকারের মানুষের মতো মানুষ হতে হবে এবং দেশের মানুষের মুখ উজ্জ্বল করত হবে। সাফল্যের পিছে যেমন ব্যর্থতা আসে তেমনি ব্যর্থতার পিছে পিছে সাফল্য আসে। তাই সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

 

 

এরপর অভিভাবকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব জনাব সিরাজুল হক, পঞ্চম শ্রেণি শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারহান, একাদশ শ্রেণির শিক্ষার্থী মুশফিকা মারুফা তোয়া, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিদ ইকবাল এর অভিভাবক জনাব জাফর ইকবাল, কচি-কাঁচা একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খালেদা সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী কলেজের উপাধ্যক্ষ জনাব এস এম ইমরান হোসাইন এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খন্দকার সোলাইমান।

 

অনুষ্ঠান সভাপতি এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নির বডির সভাপতি জনাব আব্দুর রহমান সভায় আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024