শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

চালের দাম স্থির থাকলেও বেড়েছে মাছ, মুরগি ও সবজি’র দাম

  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭.১১ পিএম

শিবলী আহম্মেদ সুজন

 

খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ এক সপ্তাহ আগে ছিলো ১১০ এখন কমে হয়েছে  ৯০টাকা ,ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি আগে ছিলো ৯০ এখন কমে হয়েছে ৮০ টাকা , এছাড়া  ফার্মের মুরগীর ডিম প্রতি ডজন আগে ছিলো ১৪৫ এখন বেড়ে হয়েছে ১৩৫টাকা, দেশি মুরগীর ডিম প্রতি ডজন আগে ছিলো ১৪৫ টাকা এখন কমে হয়েছে  ১২০ টাকা ।

দেশি আদার কেজি আগে ছিলো ১৮০ এখন বেড়ে হয়েছে ২০০ টাকা। এছাড়া টমেটো আগে ছিলো ৪০টাকা এখন বেড়ে হয়েছে ৫০ টাকা , গাজর আগে ছিলো ২০ টাকা যা এখন বেড়ে হয়েছে ৩০ টাকা, পেঁপে আগে ছিলো ২০ টাকা এখন বেড়ে হয়েছে ৩০ টাকা,  লেবু প্রতিহালি ২০ টাকা থেকে লাফিয়ে হয়েছে  ৩০ টাকা,  প্রতিপিস লাউ (আকারভেদে) ৫০টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা, ধনেপাতা ২০থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা, কাঁচকলা প্রতিহালি দাম ২৫থেকে বেড়ে  হয়েছে ৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা, ,দেশি রসুন আগে ছিলো ১১০ টাকা এখন বেড়ে হয়েছে ১৪০ টাকা ভারতীয় রসুন আগে ছিলো ১৭০ এখন বেড়ে হয়েছে ২০০ টাকা  এবং সবধরনের শাকের আঁটির দাম আগে ছিলো ১৫ এখন হয়েছে  ২৫ টাকা  টাকা।

 

খোলা চিনি আগে ছিলো ১৪৬ এখন কমে হয়েছে ১৪৪ টাকা কেজি ,প্যাকেট আটা আগে ছিলো ৬৫এখন কমে হয়েছে  ৬৩ টাকা ,খোলা আটা আগে ছিলো ৫৮এখন কমে হয়েছে ৫০ টাকা ,ছোলা বুট আগে ছিলো ১০০ এখন বেড়ে হয়েছে ১১০ টাকা, মসুর ডাল (মাঝারি) আগে ছিলো ১০০ এখন বেড়ে হয়েছে  ১১০টাকা ।

এদিকে মুরগীর বাজার ঘুরে দেখা যায় , ব্রয়লার মুরগীর দাম আগে ছিলো ১৮০এখন বেড়ে হয়েছে ২০০ টাকা ,সোনালী মুরগীর দাম আগে ছিলো ৩২০এখন বেড়ে হয়েছে ৩৪০ টাকা ,  বাজারে গরুর মাংস আগে ছিলো ৭০০ টাকা যা এখন বেড়ে ৭৫০ টাকা হয়েছে   এবং খাসির মাংস আগে ছিলো ৮৫০টাকা যা এখন ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে ।

খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন আগে ছিলো ১৭০ টাকা এখন হয়েছে ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল আগে ছিলো ১৬০ এখন কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

খুচরা বাজারে পাইজাম ৫৫ টাকা, জিরাশাইল ৬২ টাকা, বিআর২৮ ,৬৫ টাকা, মিনিকেট ৭৫ টাকা এবং নাজিরশাইল ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ  আগে ছিলো ২৫০ এখন বেড়ে হয়েছে ২৮০ টাকা, মৃগেল আগে ছিলো  ২২০এখন বেড়ে হয়েছে ২৫০ টাকা ,  পাঙাস আগে ছিলো  ২০০এখন বেড়ে হয়েছে ২২০  টাকা, তেলাপিয়া আগে ছিল ২২০এখন কমে হয়েছে ২০০ টাকা । বাজারে আমদানি কম থাকলে দাম বাড়বে ।এখন সেটাই বোঝা যাচ্ছে । তাই রোজার আগে পণ্যদ্রব্যের দাম বেড়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024