শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৫৭)

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১১.০০ পিএম

শ্রী নিখিলনাথ রায়

আলিবন্দীর সময় হইতে চিরস্থায়ী বন্দোবস্ত পর্যন্ত লক্ষ্মী- নারায়ণ ও মহেন্দ্রনারায়ণ এই দুই জনে কাননগোর কার্য্য করিতেন। সিরাজউদ্দৌলার সহিত ১৭৫৭ খৃঃ অব্দের ৯ই ফেব্রুয়ারী ইংরেজদিগের যে সন্ধি স্থাপিত হয়, সেই সন্ধিপত্রে লক্ষ্মীনারায়ণ ও মহেন্দ্রনারায়ণ উভয়েরই স্বাক্ষর দৃষ্ট হইয়া থাকে। এইরূপ কথিত আছে যে, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়, লক্ষ্মীনারায়ণও তাহার একজন নেতা ছিলেন। এই ষড়যন্ত্রের পূর্ব্বে তিনি কোন কার্য্যোপলক্ষে দিল্লী গমন করেন; পরে তথা হইতে প্রত্যাগত হইয়া সন্ধিপত্রে স্বাক্ষর করিয়াছিলেন।

অনন্তর মুসলমান-রাজত্বের অবসান হইলে, এবং কোম্পানী দেওয়ানীর ভার গ্রহণ করিলে, মহম্মদ রেজা খাঁ নায়েব দেওয়ান নিযুক্ত হন। সেই সময়ে কাননগোগণ তাঁহার অধীনে কাৰ্য্য করিতেন। গঙ্গাগোবিন্দ সিংহের ভ্রাতা রাধাকান্ত সিংহ লক্ষ্মী- ‘নারায়ণের অধীনে নায়েব কাননগোর কার্য্য করিতেন; পরে গঙ্গাগোবিন্দ উক্ত পদে নিযুক্ত হন। যংকালে মহম্মদ রেজা খাঁকে কোম্পানীর অর্থের জন্য দায়ী করিয়া কলিকাতায় বন্দী-অবস্থায় লইয়া -যাওয়া হয়, সেই সময়ে কিছু দিন কাননগো-পদ রহিত হয়।

তাহার পর ওয়ারেন হেষ্টিংসের নূতন বন্দোবস্তে পুনর্ব্বার কাননগো-বিভাগের কার্য্য আরম্ভ হয়। এই সময়ে কাননগে-বিভাগ মুর্শিদাবাদ হইতে কলিকাতায় অন্তরিত হয়। প্রাচীন কাগজপত্রাদিতে দৃষ্ট হয় যে, তৎকালে গঙ্গা- গোবিন্দ সিংহ লক্ষ্মীনারায়ণের ও শ্রীনারায়ণ মুস্তফী মহেন্দ্রনারায়ণের অধীনে নায়েব কাননগোর কার্য্য করিতেন। গঙ্গাগোবিন্দ পরে কলিকাতার রাজস্বসমিতির দেওয়ানী পদে নিযুক্ত হইয়াছিলেন। এবং শ্রীনারায়ণকে লক্ষ্মীনারায়ণের অধীনে নায়েব কাননগো দেখা যায়। তৎকালে রাজা রাজবল্লভ রায়রায়ান বা খালসার দেওয়ানী পদে নিযুক্ত ছিলেন।

এই কাননগো-বিভাগ চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্ব পর্যন্ত প্রচলিত ছিল। তাহার পর লর্ড কর্ণওয়ালিস তাহা রহিত করিয়া দেন। লক্ষ্মীনারায়ণ অনেক সৎকার্য্য করিয়াছিলেন। তন্মধ্যে তাঁহাদের জমীদারী রুকুনপুর, সন্দ্বীপ প্রভৃতি স্থানে বহু পরিমাণে ব্রহ্মোত্তর দিয়া যান। এইরূপ কথিত আছে যে, তিনি আপনার বিস্তৃত জমীদারীর মধ্যে ৩লক্ষ কালীপুজার বন্দোবস্ত করিয়াছিলেন। অদ্যাপি অনেক স্থানে তাহা প্রচলিত আছে এবং প্রতিবৎসর কার্ত্তিক মাসের অমাবস্যান্ন উক্ত পূজা হইয়া থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024