শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

আর্থিক সংকটে “এলন মাস্ক অব এসেক্স”

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪, ৭.৫১ পিএম

সারাক্ষণ ডেস্ক 

যুক্তরাজ্যের এক শ্রেণীর ইলেকট্রিক ট্রাকের আবিষ্কর্তা ও প্রস্তুতকারক “এলন মাস্ক অব এসেক্স” (এলন রীভ মাক্ষ) তাঁর কোম্পানির জন্য এডমিনিস্ট্রেটর নিয়োগের নোটিশ দিতে বাধ্য হয়েছেন। তিনি কোম্পানির কর্মী লে-অফকরণ বাবদ অর্থ পরিশোধে বিলম্বজনিত মামলা লড়তে এবং নতুন তহবিল যোগাড় করতে এ পদক্ষেপ নিয়েছেন। কারণ কোম্পানি এক জরুরি উদ্ধার চুক্তিতে পৌঁছতে চায়। যখন কোন কোম্পানি এর ঋণ শোধ করতে পারে না এবং একে লিকুইডেশন পরিহার করার চেষ্টায় কোম্পানির সংগঠনের মধ্যে পরিবর্তন আনতে দেওয়া হয় তখন এডমিনিস্ট্রেটর নিয়োগ করা যেতে পারে। লিকুইডেশন হলে কোম্পানির ব্যবসা বন্ধ এবং সম্পদ বিক্রি করে দেওয়া হয়।

এসেক্সভিত্তিক টেভা মোটরস নামের ঐ কোম্পানি নিজেকে চালু রাখতে যথেষ্ট বিনিয়োগ যোগাড়ে ব্যর্থ হওয়ার পর এডমিনিস্ট্রেটর নিয়োগের নোটিশ দাখিল করেছে।

নোটিশ দাখিলের ফলে কোম্পানি অতিরিক্ত তহবিল সংগ্রহের শেষ চেষ্টা চালানোর সময় ঋণদাতাদের কাছে থেকে সাময়িক আহনগত সুরক্ষা পেতে পারে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের বড় ভাই ও এক সাবেক ইসরায়েলি সাবমেরিন অফিসার এশার বেনেত ২০১৩ সালে টেভা প্রতিষ্ঠা করেন। টেভার লক্ষ্য ছিল হাইড্রোজেন ফুয়েল-সেল প্রযুক্তি-সজ্জিত ট্রাক চালু করে ডিজেল-চালিত লরির বাজারে অস্থিরতা সৃষ্টি করা।

কোম্পানি এর উৎকৃষ্ট শ্রেণীর ৭ দশমিক ৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক ট্রাকগুলো সরবরাহের জন্য রয়েল মেইল ও ট্র্যাভিস পার্কিন্সের মত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিগতভাবে চুক্তি সই করেছিল। এসব ট্রাক এসেক্সের টিলবেরিস্থ এর নির্মাণস্থলে তৈরি হওয়ার কথা ছিল।

টেভার একজন মুখপাত্র বলেন, “টেভা ও এর উৎপন্ন পণ্যের ব্যাপারে গ্রাহকদের ইতিবাচক উৎসাহ সত্ত্বেও বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে নতুন নতুন ইলেকট্রিক যানবাহনের জন্য এক কঠিন পরিবেশের সৃষ্টি হয়েছে।

“এর পরিণতিতে আমরা এডমিনিস্ট্রেটর নিয়োগের অভিপ্রায় জানিয়ে আদালতে নোটিশ দাখিল করেছি। আর একই সময়ে বোর্ড কোম্পানির ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে এমন বিনিয়োগ সংগ্রহের চেষ্টা করছে।

উচ্চাভিলাষ সত্ত্বেও একগুচ্ছ আর্থিক সমস্যা এবং প্রতিদ্বন্দ্বী ও সরবরাহকারীদের সঙ্গে বিরোধের কারণে কোম্পানি কঠিন বাধার মুখে পড়ে।

মার্কিন ক্রেতা ইলেকট্রামেকানিকার সঙ্গে কোম্পানি অধিগ্রহণের এক চুক্তি গত বছর ভেঙে পড়ে। এর জন্য কে দোষী ছিল তা নিয়ে উভয় পক্ষের মধ্যে অভিযোগ ও পাল্টা-অভিযোগ চলতে থাকে।

ইলেকট্রামেকানিকা মতৈক্যের “খেলাপ” এবং কোম্পানি নিয়ে তথ্য প্রকাশে ব্যর্থতার পর চুক্তিটির অবসান ঘটিয়েছিল বলে জানায়। টেভা এ দাবী নিয়ে প্রশ্ন তোলে।

টেভা ইতিপূর্বেও সরবরাহকারীদের পণ্যের মূল্য অপরিশোধিত থাকার কারণে তাড়িত হয়ে আর্থিক অসুবিধার মুখে পড়েছিল।.

কোম্পানিটি গত বছর এক এলুমিনিয়াম পণ্য সরবরাহকারীর প্রাপ্য মূল্য পরিশোধে ব্যর্থ হলে সরবরাহকারী পক্ষ কোম্পানির অবসায়ন চেয়ে আবেদন করে। পণ্যের মূল্য পরিশোধ করা হলে অবশ্য বিষয়টির মীমাংসা হয়। কোম্পানিটি সম্প্রতিও অর্থনৈতিক সমস্যার কারণে বহু কর্মীকে লে-অফ করতে বাধ্য হয়।

টেভা এখনও এর ২০২১ সালের ব্যবসায়িক হিসাব কোম্পানিস হাউসে দাখিল করে নি। সেই হিসাব ২০২২ সালের শেষ দিকে দাখিল করার কথা ছিল। কোম্পানি আর কোন হিসাব দাখিল করে নি।

গ্রুপের সম্ভাব্য পতন ব্রিটেনের অনভিজ্ঞ ইলেকট্রিক ভ্যান সেক্টরের জন্য দ্বিতীয় বড় ধরনের আঘাতই হবে। প্রতিদ্বন্দ্বী কোম্পানি এরাইভ্যাল অর্থাভাবে পড়ার পর ফেব্রুয়ারিতে আর্নস্ট এন্ড ইয়ংকে এডমিনিস্ট্রেটর নিয়োগ করে।

এরাইভ্যালের সম্পদের মূল্য এক হাজার তিন শত কোটি ডলার (এক হাজার কোটি পাউন্ড) ধরা হয় এবং সেটি নিউইয়র্কের তালিকাভুক্ত, কিন্তু এর শেয়ার শতকরা ৯৯ দশমিক ৯৮ ভাগ পড়ে যাওয়ায় এটি এর ঋণ পরিশোধে ব্যর্থ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024