সারাক্ষণ ডেস্ক
শ্রীলংকার সঙ্গে এর আগে চারটি টি২০ সিরিজ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ । ড্র হয়েছে একটিতে।
২০১৩ সালে ঘরের মাঠে ১/০তে, ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ২/০তে ও ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে ২/০তে টি২০ সিরিজ জয় করে শ্রীলংকা। ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটা ১-১-এ ড্র হয়।
এতো বছর পর আবারো সুযোগ হারালো টাইগাররা। ঘরের মাঠে আবারো হারলো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগারা।
তৃতীয় টি২০ ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে চলতি সিরিজে তিন ম্যাচেই টস জিতল স্বাগতিকরা। টস হারলেও ব্যাটে শক্তি দেখায় লঙ্কারা। কুশল মেন্ডিসের ৮৬ রানের রাজসিক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে টার্গেট দেয় লঙ্কানরা।
১৭৪ রানের টার্গেটে নেমে প্রথমেই ভেঙে পড়ে বাংলাদেশ। তুশারার হ্যাটট্রিকে ১৫ রানে হারায় চার উইকেট । আবার ২৪ রানের মাথায় হারায় পরবর্তি উইকেট । টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বার এত কম রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর আগের সব রেকর্ড ভেঙে প্রথম বারের মতো মাত্র ৩২ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ।
এর পর রিশাদ ভালো করেন । আট বা এর পরে নেমে বাংলাদেশের দ্বিতীয় ফিফটি রিশাদের। তবে তিনিও ৫৩ রান নিয়ে মাঠ ছাড়েন। পরবর্তিতে নয় নাম্বারে নেমে নতাসকিন ২১ বলে ৩১ রানের ভা্লো ইনিংস খেললেও শেষ রক্ষা আর হয়নি । ২ বল থাকতেই ১৪৬ নিয়ে অল আউট হয় বাংলাদেশ । ২৮ রানে হেরে পঞ্চম বারের মত লঙ্কানদের সাথে সিরিজ সিরিজ হারলো বাংলাদেশ।
Leave a Reply