সারাক্ষণ ডেস্ক
মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট-৩৭০ ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে ফ্লাইটটি নিখোঁজ হয়ে যায়। ফ্লাইট-৩৭০ উধাও হওয়ার ১০ বছর পূর্তি হলো।
উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার ১০ দিন পর জানা গিয়েছিলো, নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর যাত্রীবাহী বিমানটি আট ঘণ্টা আকাশে উড়েছিল।
বাণিজ্যিক রাডারগুলো ফাঁকি দিতে দীর্ঘ এই সময় ধরে অস্বাভাবিক নিচু দিয়ে উড়ছিল বিমানটি।
উড়োজাহাজটি নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানা গেলে হতবাক হয়ে যান মালয়েশিয়া। উড়োজাহাজটিতে ১৫ দেশের নাগরিক ছিলেন যার মধ্যে অর্ধেকের বেশি চিনের নাগরিক ।
যাত্রীদের স্বজনেরা খবর জানার অপেক্ষায় মরিয়া হয়ে বেইজিংয়ে অপেক্ষায় ছিলেন। কিন্তু কেউ তাঁদের কোনো জবাব দিতে পারেননি। হৃদয়বিদারক এই ঘটনার বিষয়ে কারও কোনো ধারণা ছিল না।
এতো বছর পরে সমুদ্রের তলদেশ থেকে উড়োজাহাজের ব্লাকবক্স পাওয়া গেলেও সঠিকভাবে বিশ্লেষণ করা যাবে কিনা বলা যাচ্ছে না।
তবে উড়োজাহাজটির কোনো হদিস পাওয়া গেলে বছরের পর বছর ধরে অপেক্ষায় থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি হয়তো পাবে।
Leave a Reply