আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
২৩. অতিথিরা বসতে না বসতে আফান্দী ও তার বন্ধুরা উঠানে এসে হাজির হল।
২৪. আফান্দী ছায়ার দিকে আঙ্গুল দেখিয়ে অতিথিদের বলল, “আমরা চারশ’ টাকা দিয়ে এই ছায়া কিনেছি। এখানে বসবার অধিকার আপনাদের নেই।” এ কথা শুনে অতিথিরা বড়লোকের প্রতি অসন্তুষ্ট হয়ে যার যার বাড়ী ফিরে গেল।
Leave a Reply