আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
২৭. বড়লোক উঠানে এসে দেখল যে আফান্দী ও তার বন্ধুরা বাড়ীর ছাতে বসে বাজনা বাজিয়ে গান করছে ও খোশ গল্পে মেতে রয়েছে।
২৮. আফান্দী বড়লোককে দেখে বলল, “জনাব, নিজের কেনা গাছের ছায়ার ওপর বসে শীতল হাওয়া সেবন করছি, কোনো বাইরের লোক নেই। আপনি নিশ্চিন্ত মনে ঘরে গিয়ে ঘুমোতে পারেন।”
Leave a Reply