শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

ফারিয়ার চমক!

  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪, ২.২৭ পিএম
সারাক্ষণ প্রতিবেদক

দেশীয় শোবিজ অঙ্গনে দর্শকনন্দিত তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টিভি নাটক দিয়ে ক্যারিয়রের যাত্রা শুরু করা ফারিণ এখন ওয়েব ফিল্ম এবং ওটিটির অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। তিনি একের পর এক উপহার দিচ্ছেন দুর্দান্ত সব কাজ। তবে নাটক, সিনেমা বা সিরিজ নয়, এবার গান গেয়ে আলোচনায় তাসনিয়া ফারিণ।

ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি। কিন্তু অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ এটিই ছিল প্রথম গান। প্রথম গানেই বাজিমাত করে দিয়েছেন ফারিণ। গানটি মুহূর্তেই লুফে নেন শ্রোতারা।  পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন ফারিণ। এরই ধারাবাহিকতায় ফারিণের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তাহসান খান। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে তাসনিয়া ফারিণের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

তাসনিয়া ফারিণের ভাষায় মানুষ মূলত জীবনের গল্প পছন্দ করে। সব সময়ই তার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ নিজেদের গল্প দেখতে চায়। আমরা দক্ষিণ ভারতের যে সিনেমা দেখি, সেখানে কিন্তু তারা তাদের শেকড় ও সংস্কৃতির কথা বলে। আর এটা করেই তারা অনেক উন্নতি করে ফেলেছে। আমাদের এখানেও যেসব কনটেন্টে নিজেদের গল্প বলা হয়েছে, সেগুলোও হিট করেছে। আমাদের ইতিহাস এত সমৃদ্ধ, চাইলেই দারুণ দারুণ সব সিরিজ করা যায়।

বর্তমানে সিনেমার প্রচারণা নিয়ে ও ঈদ সামনে রেখে ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সবশেষ তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দর্শকদের ভালোবাসাতেই আমার এত ব্যস্ততা বেড়েছে।’

প্রসঙ্গত, এদিকে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফাতিমা’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয় সিনেমাটি। আসছে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’ সিনেমা। প্রায় আট বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির কাজ, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল সিনেমাটির কাজ । তবে, অনেক বাধাবিপত্তি পেরিয়ে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024