আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
৯. জমিদার জিজ্ঞেস করল, “দুঃখের সংবাদ? বলো।” আফান্দী জবাব দিল, “আপনার বড় হাঁড়ি মারা গেছে।”
১০. জমিদার রেগে আগুন হয়ে চীৎকার করে উঠল, “মূর্খ, কি যা-তা বলছো? লোহার তৈরী জিনিষ কি করে মারা যায়?”
Leave a Reply