শিবলী আহম্মেদ সুজন
গুঞ্জন উঠেছিল লিওনেল মেসিকে নিয়ে, অথচ তিনি সৌদি আরবের ফুটবলে যাননি। নেইমারকে নিয়েও গুঞ্জন ছিল, সৌদি আরবের ফুটবলে গেছেন তিনি।
এখন মোহাম্মদ সালাহ এর সৌদি আরবের ফুটবলে যাওয়ার বিষয়ে গুঞ্জন চলছে।
এত দিন বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি সালাহ। তবে ইদানীং গুঞ্জনের পালে জোর বাতাস লেগেছে। লিভারপুলের মিসরীয় তারকাকে এ কারণেই হয়তো বিষয়টি নিয়ে কথা বলতে হলো। সৌদি আরবে যাওয়ার গুঞ্জন নিয়ে অবশেষে কথা বললেন সালাহ।
লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ আছে আর দেড় বছর। এ কারণেই সম্প্রতি এ তিনজনকে একটা প্রশ্ন শুনতে হচ্ছে—প্রিয় বসের সঙ্গে কি অ্যানফিল্ড থেকে বিদায় নেবেন তাঁরাও!
সালাহ বলেন , গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ই ক্লাব ছেড়েছে, এটাই জীবন। সবকিছু এখান থেকে ওখানে যাবে—এটা জীবনের অংশ।
সালাহ তাহলে কি বলতে চাইছেন , ঢাকঢোল না পিটিয়ে হঠাৎ তিনি চলে যাবেন!
Leave a Reply