সারাক্ষণ ডেস্ক
এলিয়েন আছে কি নেই তা নিয়ে কয়েক দশক ধরেই চলছে তদন্ত।
তাও সেই তদন্ত করছে খোদ মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। এবার এলিয়েন নিয়ে তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে তারা।
এলিয়েন দেখা গেছে, পেন্টাগনের পর্যালোচনায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শুক্রবার কংগ্রেসে জমা দেওয়া হয়েছে প্রতিবেদন। সেই প্রতিবেদন অনুসারে, আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্টের (ইউএফও) বেশির ভাগ ছিল পৃথিবীর সাধারণ বস্তু।
পেন্টাগনের কর্মকর্তারা আশা করেন, তাদের গবেষণার মধ্য দিয়ে এলিয়েন সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ছাড়াও টেলিভিশন প্রোগ্রাম, বই, চলচ্চিত্রে এলিয়েন সম্পর্কিত ব্যাপক প্রচার সাধারণ মানুষকে প্রভাবিত করেছে। ফলে অনেকের মধ্যেই বাস্তবে এলিয়েন আছে বলে জন্ম নিয়েছে বিশ্বাস। এ নিয়ে মার্কিন সরকারের কর্মকর্তারা ব্যাপক পরীক্ষা চালানোর পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের জুনে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০২১ সাল নাগাদ ১৪৪টি ইউএফও দেখা যাওয়ার তথ্য পাওয়া যায়।
এর মধ্যে আবার ৮০টি ইউএফও একাধিক সেন্সরে ধরাও পড়েছিল।
গোয়েন্দা ও নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি রোনাল্ড মোলট্রি সে সময় বলেন, আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছি। এমন কিছু পাইনি যে আমরা যেসব বস্তু দেখেছি, তার কোনো একটির উৎস এলিয়েন হতে পারে বলে আমাদের মনে হতে পারে। দেখা যাওয়া অজ্ঞাত বস্তুগুলোর তদন্তে পেন্টাগন অল-ডোমেইন অ্যানোমালি রেজল্যুশন অফিস (এএআরও) নামে একটি নতুন বিভাগ গঠন করে।
এএআরও পরিচালক শন কির্কপ্যাট্রিক বহির্জাগতিক জীবনের সম্ভাবনাকে তবে অবশ্য সে সময় উড়িয়ে দেননি। তিনি এ গবেষণার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করছেন বলে জানিয়েছিলেন।
তথ্য : বিবিসি।
Leave a Reply