সারাক্ষণ ডেস্ক
বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন তার ইনস্টাগ্রাম স্টোরিজে হলুদ পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে অনেক রকমের পোজ দিতে দেখা গেছে।
এই সপ্তাহের শুরুতে মুম্বাইয়ে লোকসভা নির্বাচনে গর্ভাবস্থায় জনসাধারণের সামনে এসেছিলেন দিপীকা পাডুকোন।তখন তাকে ট্রোলের শিকার হতে হয়েছিল। ট্রোলিংয়ের পরে প্রথমবারের মত হলুদ পোশাকে সামনে আসলেন দিপীকা।
দীকিকা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। অভিনেত্রীকে তার ব্র্যান্ড 82°E এর পন্য সম্পর্কে কথা বলতেও দেখা গেছে।এমনকি দীপিকা কিভাবে তার ত্বকের যত্ন নেন সেই বিষয়েও কথা বলেছেন।
ভিডিওটিতে আরও দেখা গেছে, দীপিকা একটি ক্যাশ কাউনটারের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। বলিউড এই অভিনেত্রী রসিকতার করে বলেছেন, আমার একজন বিক্রয়কর্মী হওয়া উচিত।
দীপিকার ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে,অভিনেত্রী বিপাশা বসু মন্তব্য করে লিখেছেন,আশীর্বাদ রইল। নিজের যত্ন নিও। একজন ভক্ত লিখেছেন,আপনি দেখেতে রুপসী।আপনার ত্বক অনেকটাই উজ্জ্বল।
দিপীকাকে রোহিত শেঠির কপ ইউনিভার্সের সিংগাম এগেনে দেখা যাবে। সিংগাম এগেনে গুরুপূর্ণ ভূমিকায় আরও রয়েছেন,অজয় দেবগন, অক্ষয় কুমার ,কারিনা কাপুর, রণবীর সিং, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর।
Leave a Reply