শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

নয়নপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪, ৩.৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার সদর উপজেলাধীন নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে “রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৪।

 

 

ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে এবং নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিমের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির সাযযাদ কাদির মঞ্চে মনোজ্ঞ এই সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠিত হয়।

 

 

প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মনকাড়া পরিবেশনায় ফুটে ওঠে রবীন্দ্র-নজরুলের শিল্পসত্তা। শিক্ষার্থীরা একে একে পরিবেশন করে রবীন্দ্র-নজরুল সংগীত, নৃত্য ও আবৃত্তি। সংগীত পরিবেশন করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শায়ন ও অয়ন; চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৃষ্টি সিদ্দিকী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্নেহা ও সাদ এবং  দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আঞ্জুমান আরা এ্যানি। নৃত্য পরিবেশন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্নেহা এবং দশম শ্রেণির শিক্ষার্থী লগ্ন রানী সরকার ।

 

 

আবৃত্তি পরিবেশন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদিনা সোমনা, বাংলা বিভাগের প্রভাষক টগর রুরাম, প্রভাষক আতিকুর রহমান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জনাব মো. জহিরুল ইসলাম।  বিপুলসংখ্যক দর্শক,  প্রতিষ্ঠান প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

মানবিক, শৈল্পিক ও সুন্দর এক পৃথিবী বিনির্মাণের প্রত্যয় নিয়ে সমাপ্ত হয় বর্ণিল এই আয়োজন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024