গত (২৫ মে) সন্ধ্যায় বিএনএফ প্রেসিডেন্টের কার্যালয়ে বিএনএফ’র এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনএফ’র যৌথ সভার শুরুতে ধর্মীয় সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় বিএনএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বিএনএফ’র ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির অনুমোদন প্রদান করেন।
এ ওয়াই এম কামরুল ইসলাম’কে সভাপতি ও এস এম ইসলাম’কে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা, মাওলানা মো: বরকত উল্লাহ’কে সভাপতি ও সৈয়দ মাহবুব হাসান আজাদ’কে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী’কে সভাপতি ও জাহাঙ্গীর কামাল’কে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনএফ’র কমিটি গঠন করা হয়েছে।
বিএনএফ’র সেক্রেটারি জেনারেল ডক্টর মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটি, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের এই যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনএফ’র জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সর্বজনাব আতিকুর রহমান খান নাজিম, এ ওয়াই এম কামরুল ইসলাম, জাহাঙ্গীর কামাল, মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, এস এম ইসলাম, মাওলানা মো: বরকত উল্লাহ ও শারমিন জাহান।
বিএনএফ প্রেসিডেন্টের কার্যালয়ের যৌথ সভায় জাতীয় বাজেট ২০২৪-২৫ পর্যালোচনা সভা করার একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভাটি আগামী ৮ই জুন বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ ভবন কার্যালয়ে বিএনএফ প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ।
Leave a Reply