মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘রামেল’ বাংলাদেশের স্থলভাগে এসে দুর্বল হয়ে পড়েছে

  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪, ৩.৪৫ পিএম
রামেলের তান্ডবে তলিয়ে গেছে সুন্দরবন

সারাক্ষণ ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝড়িয়ে আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

রাত সাড়ে ৮টার দিকে আঘাত হানা ঘুর্ণিঝড় ‘রামেল’ বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিমের কাছে রাত দেড়টা পর্যন্ত অবস্থান করে।
ঝড়টির সবচেয়ে কাছাকাছি নিশানা ছিল কলকাতা থেকে ১১০ কিলোমিটার পূর্বে।

উপকুলবর্তী এলাকায়  সতর্কবার্তা দিচ্ছেন জেলা প্রশাসন

প্রচণ্ড ঘূর্ণিঝড়টি এখন দুর্বল হয়ে সাধারন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে কারন স্থলভাগে অগ্রসর হওয়ার সাথে সাথে এর তীব্রতা কমে যাচ্ছে।
‘রামেলের’ তীব্রতা আম্ফানের মতো সুপার সাইক্লোনের প্রায় অর্ধেক ছিল।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই ঝরছে বৃষ্টি, সঙ্গে রয়েছে দমকা বাতাস। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

সুলতান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘূর্ণিঝড় রেমাল রাতে সাতক্ষীরা উপকূলে তাণ্ডব চালিয়েছে। অনেক গাছ উপড়ে গেছে। এছাড়া এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এছাড়া জোয়ারের পানি এখনও নামেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024