সারাক্ষণ ডেস্ক
পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
১. পৃথিবীতে একজনই কেবল বেশি বুদ্ধিমান হনা কখনো।
২.আপনি যদি হীনম্ম্যতায় না ভোগেন কেউ আপনাকে হীনম্ম্যতার দিকে ঠেলে দিতে পারবে না।
৩.ভুল হলে সেখান থেকেই শক্তি সঞ্চয় করে নতুন পথ ধরুণ।
৪. কোন কিছুর প্রতিক্রিয়া জানতে পারা যে কোন কাজের জন্যে মূলত সকালের খাবার যেমন দিনের কাজের শক্তি জোগায় তেমনিই শক্তি দেয়।
৫. সঠিক প্রশংসা মূলত যে কোন ব্যক্তি বা কাজকে সামনের দিকে এগিয়ে যেতে সব সময়ই সহায়তা করে।
৬. সফলভাবে কোন কাজ করতে পারলে নিজেদের মধ্যেও একটা সুন্দর অনুভূতির জন্ম নেয়।
৭. কোন মানুষকে যোগ্য করে তোলার মূল কাজটি হলো তাকে সঠিক কাজটি নির্ধারণ করে দেয়া।
Leave a Reply