শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৭২)

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১১.০১ পিএম

শ্রী নিখিলনাথ রায়

পবিত্রসলিলা ভাগীরথী সেই পবিত্র অশ্রুসিক্ত পবিত্র ভস্মরাশি বক্ষঃস্থলে ধারণ করিয়া কুলুকুলুনাদে প্রবাহিত হইলেন। বালক পিতৃকাৰ্য্য সমাপনানন্তর স্নানান্তে উদাসমনে শিবিরে প্রত্যাগত হইল ও পিতৃবিয়োগে কাতর হইয়া অনিশ্চিত ভবিষ্যং- সমুদ্রে ঝম্প প্রদান করিল। নবমবর্ষীয় রাজপুত বালকের এইরূপ অদ্ভুত সাহস ও পিতৃভক্তি জগতের ইতিহাসে বিরল। মুর্শিদাবাদের ইতিহাসে গিরিয়ার যুদ্ধ একটি প্রধান ঘটনা। রাজপুতবালক জালিমসিংহের অদ্ভুত কাহিনী সেই ঘটনাকে আরও স্মরণীয় করিয়া রাখিয়াছে। হিন্দুর ন্যায় পিতৃভক্তি জগতের কোন জাতি দেখাইতে পারে নাই।

যাহারা পাপতা স্বর্গঃ পিতা ধর্মঃ পিতা হি পরমংতপঃ, পিতরি শ্রীতি- হাপরে প্রীয়ন্তে সর্ব্বদেবতাঃ।” এই মহাবাক্য কার্য্যতঃ পদে পদে প্রতি- পালন করিয়া আসিয়াছে, তাহাদের নিকট পিতৃভক্তিতে জগতের সকল জাতিকে যে অবনত হইতে হইবে, তাহাতে সন্দেহ নাই। দুঃখের বিষয়, এই সমস্ত জলন্ত পিতৃভক্তির কাহিনী আমরা অনেক সময়ে বর্ণনা করিতে বিস্তৃত হইয়াছি। পাশ্চাত্য জগতে এই সকল জ্বলন্ত দৃষ্টান্ত কত সাহিত্যে, কত কবিতায় স্থান পাইয়াছে, কিন্তু আমরা শত চেষ্টা করিলেও বিস্মৃতি- স্তর হইতে কিছুতেই তাহাদের উদ্ধার করিতে পারি না।

টিসিনসের যুদ্ধে হানিবল কর্তৃক আহত হইয়া কর্নিলিয়াস সিপিও অশ্বপৃষ্ঠ হইতে ভূতলে পতিত হইলে, তাঁহার সপ্তদশবর্ষীয় বালক সিপিও পিতার দেহ বহন করিয়া শিবিরে আনয়ন করিয়াছিল। এজহিলের যুদ্ধে প্রথম চার্লসের বৃদ্ধ সেনাপতি লিওসে পার্লিয়ামেন্ট সৈক্স কর্তৃক আহত হইলে, তাঁহার দ্বাত্রিংশবর্ষবয়স্ক পুত্র লর্ড উইলোবী পিতাকে বহন করিয়া আনিয়া- ছিলেন। নীলনদের ভীষণ সমরে বালক ক্যাসাবিয়াঙ্কা পিতার আদেশ প্রতিপালনের জন্য প্রজ্বলিত অগ্নিরাশির মধ্যে জীবন বিসর্জন দিয়া- ছিল।

এই সমস্ত অদ্ভুত কাহিনী পাশ্চাত্য সাহিত্যে বর্ণিত ও কবিতায় গীত হইয়া থাকে। কিন্তু আমাদের নবমবর্ষীয় বালক জালিমের কথা কেহ অবগত আছে কি না জানি না। কেবল যে স্থানে তাহার অদ্ভুত বীরত্ব প্রকাশিত হইয়াছিল, গিরিয়া প্রান্তরের সেই স্থানকে আজিও লোকে জালিমসিংহের মাঠ বলিয়া থাকে; কিন্তু জালিমসিংহের বিবরণ কেহই অবগত নহে। বিস্মৃতির ঘনীভূত অন্ধকার আমাদিগের উজ্জ্বল রত্নরাজিকে চিরদিনের জন্য আবৃত করিয়া রাখিয়াছে। জানি না, কোন কালে তাহাদের উদ্ধার হইবে কি না!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024