১৭. ঠিক সেই দিনই সন্ধ্যায় যখন সে মন্দিরে ফিরে এল, তখন সে দেখতে পেল মহাপুরুষ তাঁর দু’জন বন্ধুর সঙ্গে বসে মদ পান করছেন। ঘর খুব অন্ধকার।
১৮. ঘর অন্ধকার হলেও মহাপুরুষ তাঁর শিষ্যদের বাতি জ্বালাতে বললেন না। তিনি কাঁচি দিয়ে আয়নার মতো গোল করে একটি সাদা কাগজ কেটে দেয়ালে সেঁটে দিলেন।
১৯. সঙ্গে সঙ্গে সাদা কাগজ চাঁদে পরিণত হল। সারা ঘর চাঁদের আলোতে ভরে গেল, এমন কি সবার ভ্রু ও দাড়িও স্পষ্টভাবে নজরে এল। ওয়াং ছি এমনটি কখনো দেখে নি, সে থ’ হয়ে দাঁড়িয়ে রইল।
২০. সব শিষ্যরা গুরুদেবের আদেশের অপেক্ষায় এক পাশে দাঁড়িয়ে রইল। এমন সময়ে একজন অতিথি বললেন, “আজ সন্ধ্যার চাঁদ এত সুন্দর, আমাদের মনও খুশীতে ভরা। এসো, একসঙ্গে একটু আমোদ করা যাক।”
Leave a Reply