শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

চিকিৎসাসেবাকে সহজ ও গতিশীল করতে মোবাইল অ্যাপ নিয়ে এলো ব্র্যাক হেলথকেয়ার

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০.৫৮ পিএম

সারাক্ষণ ডেস্ক

চিকিৎসাসেবাকে সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড ‘ব্র্যাক হেলথকেয়ার’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে সকল প্রকারের চিকিৎসাসংক্রান্ত তথ্য ও সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, রেকর্ড চেকিং, অনলাইনে অর্থ প্রদানের ব্যবস্থাসহ বেশকিছু সুবিধা রয়েছে।

২৮শে মে মহাখালীস্থ ব্র্যাকের প্রধান কার্যালয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ অ্যাপ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক মুহাম্মদ আনিসুর রহমান, সহযোগী পরিচালক (আইটি) মুহাম্মদ আব্দুল বারী এবং ব্র্যাক হেলথকেয়ার-এর প্রধান তৌফিকুল হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ‘‘রোগী যেখানেই থাকুক না কেন, তাদের সঙ্গে সবসময় যুক্ত থাকার জন্য আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছি। আমাদের লক্ষ্য হলো একটি সুসম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করা, যেখানে ব্যক্তিগত পরামর্শ ও বিজ্ঞপ্তিসহ নানা পরিষেবা এবং তথ্য প্রদান করা হবে।’’

ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘‘ব্র্যাক হেলথকোয়ার-এর স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে একটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলার চেষ্টা করছি। এই অত্যাধুনিক অ্যাপ সবার কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।’’

ব্র্যাক হেলথকেয়ার-এর প্রধান তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, ‘‘এই মোবাইল অ্যাপ চালু করার ফলে সেবাপ্রত্যাশীরা এখন প্রযুক্তির সহায়তায় ব্র্যাক হেলথকেয়ার সার্ভিসের সেবাসমূহ পাবেন। বিশেষায়িত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে এবং অনলাইনে পেমেন্ট করতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীর যাবতীয় বক্তিগত তথ্য শুধুমাত্র তাদের নিবন্ধিত মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ওটিপিভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত থাকবে।’’

অ্যাপ-এর ‘পেমেন্ট পোর্টাল’ থেকে ব্যবহারকারীরা সশরীরে কেন্দ্রে না গিয়েও তাদের পূর্বের সমস্ত চিকিৎসাসংক্রান্ত তথ্য দেখতে পারবেন। এ ছাড়া ব্র্যাক হেলথকেয়ার-এর চিকিৎসকরা অ্যাপের মাধ্যমে রোগীর সমস্ত তথ্য, রেকর্ড এবং অ্যাপয়েন্টমেন্টের ইতিহাস দেখতে পারবেন। ব্র্যাক হেলথকেয়ার অ্যাপ-এর অন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কীওয়ার্ড অনুসন্ধানের সুবিধা, প্রেসক্রিপশন দেখা, স্বাস্থ্যসংক্রান্ত পরীক্ষার রিপোর্ট ডাউনলোড করা এবং তথ্য সংরক্ষণ। অ্যাপ ব্যবহার করে রোগীরা তাদের প্রতিক্রিয়া, পরামর্শ এবং মতামতও দিতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

ব্র্যাক হেলথকেয়ার সেন্টার সম্পর্কিত তথ্য :

ব্র্যাক হেলথকেয়ার সেন্টার এক ছাদের নিচে পারিবারিক চিকিৎসক এবং প্রাথমিক চিকিৎসাসেবা, বিশেষজ্ঞচিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য ও সুস্থতা, পুষ্টি, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্য পরামর্শ, দাঁতের চিকিৎসা, ডায়াগনস্টিক সেন্টার এবং একটি আধুনিক মডেল ফার্মেসিসহ সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে।

বর্তমানে রাজধানীর কাজীপাড়া ও উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার-এর দুটি শাখা কাজ করছে। সেন্টার দুটি এক্স-রে এবং আল্ট্রাসনোগ্রাফিসহ (ইউএসজি) অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তিতে সজ্জিত। সেইসঙ্গে একটি পূর্ণাঙ্গ ল্যাবরেটরি সময়মতো এবং সঠিকভাবে রোগ নির্ণয়ের প্রতিশ্রুতি দিচ্ছে।

এ বছর ব্র্যাক হেলথকেয়ার সারাদেশে আরও কেন্দ্র স্থাপন করে পরিষেবা প্রসারিত করার পরিকল্পনা করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ১৫ হাজারেরও বেশি মানুষকে ব্র্যাক হেলথকেয়ার স্বাস্হ্যসেবা দিয়েছে, যাদের মধ্যে ৫১ শতাংশ নারী।

ব্র্যাক হেলথকেয়ার-এর পরিষেবা সম্পর্কে বিস্থারিত তথ্যের জন্য দেখুন www.brachealthcare.com,অথবা ডায়াল করুন +৮৮০-৯৬৭৮১৯১৯১১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024